আমাদের কথা খুঁজে নিন

   

আদ্র মানুষ

....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি.......... মানুষ বড়ই আদ্র প্রাণী তার চোখ ভেজে, ভিজে যায় কন্ঠস্বর, দুরালাপনের ওপাশ থেকে আরও কিছু মানুষ কান্না পাঠায়। চাঁদ কাঁদায়, বৃষ্টি কাঁদায়, কাছের মানুষেরা কাঁদায়; কাছে থেকেও কাঁদায়, দুরে গিয়েও কাঁদায়। আদ্র হয়ে ওঠে আমাদের সম্পর্ক, এই পিচ্ছিল পথে চলতে তোমার ভয় হয়, আমিও বলি দুরে থাকো। ভেজা মেঘ আমার চোখ ঢেকে দেয়, অমাবস্যা তোমার অক্ষমতা ঢাকে, কেউ হয়ত কোনদিন জানবে না তুমিও কেঁদেছিলে, নাকি মানুষ কাঁদে না মানুষ এমনিতেই আদ্র প্রানী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।