আমাদের কথা খুঁজে নিন

   

নিসর্গের বিরহী রস সিঞ্চন

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! বিকেল পেরুলে সন্ধে আসে অন্ধকারের ঢেউয়ে তখন আকাশ সাগর নক্ষত্রের ছিপি খোলে; ধীরে- স্থির কালে পৃথিবী থাকে না আর পৃথিবী ! রক্তের ভেতর জাগে নিরঙ্কুশ ক্লান্তি যত মেঘবর্ণ আকাশের ব্রহ্মাণ্ডের আঁধারে আলোকবর্ষ থেকে আলোকবর্ষে নিসর্গের বিরহী রস সিঞ্চনে- ক্লান্তির ঘ্রাণে বিনিদ্র হেমন্তে । তারা জ্বলা আকাশে রাত বাড়ে আঁধার আলোর স্মৃতি প্রেম নিয়ে সময়োচিত বুনোনিতে রাত্রি মিলায় অনন্তের মোহনায়- নিস্প্রভ নিস্তরতায় আত্মঘাতী বাতাসে অস্পষ্ট শরীরের ডাকে শরীর বিকিয়ে ! নিভে আসে তারার আলো বয়সী রাতে অন্য পাড়ে জাগে পৃথিবীর আলোকাজ্জ্বল সূর্য তোমার আমার দূরত্বে ! ক্রমে আসে শীত রৌদ্রতপ্ত পাখিদের ; অনেক অনেক দিনের পুরোনো থেকে উঠে এসেঃ অনন্ত কালের ক্রেতা হই আঁধারের ঢেউয়ে নিসর্গের বিরহী রস সিঞ্চনে- অস্পষ্ট শরীরের ডাকে শরীর বিকিয়ে । অবশেষে অনন্ত কালের অবরোধে থাকে মানচিত্রের পরিধি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।