আমাদের কথা খুঁজে নিন

   

এক কুয়েতি মহিলা অবৈধ ভাবে অন্তসত্তা হওয়া তার মেয়েকে বাচাতে কি করলেন দেখুন।

দেশকে ভালবাসতে চায় আমার বাবা মায়ের মত। এক কুয়েতি মহিলা তার অবৈধ ভাবে অন্তসত্তা হওয়া মেয়েকে বাচাতে এক নিরপরাধ মিশরীয়কে ঘরে ঢেকে আনেন ঘর পরিষ্কারের কথা বলে। ঐ মিশরীয় যখন কুয়েতির ঘর পরিষ্কার করতেছিল এক পর্যায়ে কুয়েতির কন্যর ঘরে প্রবেশ করে ঘর পরিষ্কার করতে এই সুযোগে কুয়েতি মহিলা তার মেয়ের ঘরের দরজা বন্ধ করে দিয়ে পুলিশকে খবর দেন পুলিশ এসে কুয়েতির কন্যর রুম হতে ঐ মিশরীয়কে গ্রাফতার করেন। কুয়েতি পুলিশকে অভিযোগ করেন তার মেয়ের সাথে মিশরীয় নাগরীকের অবৈধ সর্ম্পক আছে এবং তার মেয়ে এখন গর্ভবতী হয়ে পড়েছে। এক পর্যায়ে পুলিশ ঐ মিশরীয় নাগরীকের কাগজ পত্র পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হন যে গ্রাফতার কৃত মিশরীয় নাগরীক প্রথম বারের মত ১০ দিন আগে কুয়েত আসেন কিন্তু কুয়েতির মেয়ে তখন ২ মাসের গর্ভবতী, ধরা পরে যায় কুয়েতির চালাকি। পুলিশ নিশ্চিত হয় যে ঐ মিশরীয় নাগরীক ছিল সর্ম্পূণ নির্দোষ, পরে মিশরীয় নাগরীগকে ১৫ হাজার দিনার ক্ষতিপুরণ দিয়ে ঐ কুয়েতি মা ও মেয়ে রক্ষা পায় । ১৫ হাজার দিনার সমান বাংলাদেশী প্রায় ৪৫ লক্ষ টাকা মত হবে। Click This Link  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।