ভালো আছি ভালো থেকো আমাদের রিপুটার রাতুল মাস্টার শাকিব খানের সাক্ষাতকার নিতে যান। তিনি শাকিবকে প্রশ্ল করেনঃ কবে বিয়ে করছেন ? শাকিব বলেঃ এই তো দুই বছর পরে । কাকে বিয়ে করছেন রাতুল মাস্টার তাকে এই প্রশ্ন করলে জবাবে চাকিব বলেনঃ আমি যেহেতু অলরাউন্ডার অভিনেতা তাই দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোনকে বিয়ে করতে যাচ্ছি। ঘটনার সত্যতা জানতে রিপুটার আজগুবি মুকছেদ যান সাকিব আল হাসানের কাছে । সাকিব তাকে বলেনঃ দেখুন এটা মোর দ্যান এ গুঁজব। বিয়ে হয় ছেলের সাথে মেয়ের। মেয়ে মেয়ে আবার কিভাবে বিয়ে হয় !! পুরাই আজগুবি কথা বলেন তো আপনি !! এই বলে সাকিব চটে গিয়ে আজগুবি মুকছেদকে ছক্কা মারতে যান । শেষ খবর পাওয়া পর্যন্ত অক্কা পাওয়ার ভয়ে মুকছেন এখন মক্কায় আত্নগোপন করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।