আমাদের কথা খুঁজে নিন

   

এবিসির সংবাদ ও আমাদিগের এবিসি-চেতনা!!

নিজের বিষয়ে কিছুই বলিবার নাই আসসালামু আলাইকুম, সম্প্রতি এবিসি নিউজের আর্কাইভস হইতে একটি নিউজকে সামনে টানিয়া কেহ-কেহ উল্লাসে চিৎকার কহিয়া সবাইকে জানান দিতে চাহিতেছেন : দ্যাখো বীর বাঙালী দ্যাখো। এইখানে তোমাগো জিয়াউর রহমানের নাম নাইক্যা। উহার উত্তরে আমরা বিনীতভাবে কহিবো যে এইখানে তো তাজউদ্দীন আহমেদর নাম শুনিতে পাইলাম না। তাহা হইলে কি ধরিয়া লইবো যে যুদ্ধের ইতিহাসে তিনি ছিলেন না? জেনারেল ওসমানীর নামও শুনিতে পাইলাম না। তাহা হইলে কি তিনিও গায়েব হইয়া যাইবেন!! নাই সেক্টর কম্যান্ডরদিগের নাম।

তাহাতেই-বা কি হইলো? যাহারা জানান দিতেছেন তাহাদিগকে কহিতেছি : ভ্রাতা-ভগ্নীগণ! রিপোর্টখানা আবারও দেখুন! ভালো করিয়া রিপোর্টের কথাগুলি শুনুন!!। এইখানে ২৫শে মার্চের দিবাগত রাত্রির রক্তাক্ত ঘটনা হইতে তাহার পেছনের ঘটনাগুলিকে সামনে আনা হইয়াছে। তাহাছাড়াও চট্টলার কালুর ঘাটে কি হইয়াছিলো এবিসি হইতে শুরু করিয়া বিবিসি কোনো মহাজন-মিডিয়ার পক্ষেই তাহা তাৎক্ষণিকভাবে সেইসময় জানা সম্ভব ছিলো না। আরও-একটি কথা কহিতে চাহি। কালুর ঘাটের ট্রানসমিটারটিও এতো শক্তিশালী ছিলো না যে তাহা মার্কিন-মুলুকে কিংবা বিলাতে বসিয়া শোনা যাইবে।

কিন্তু দেশের মানুষ শুনিয়াছে। তাহাই যথেষ্ট। এই দেশখানা মার্কিন-ব্রিটিশ মহারাজদিগের জন্য স্বাধীন করা হয় নাই। মেজর জিয়ার ঘোষণাও তাহাদের দেশের জনগণের জন্যে ছিলো না। কাহার জন্যে ছিলো? ছিলো বাংলাদেশের জনগণের জন্যে।

তাহারা কি হাতে অস্ত্র লইয়া যুদ্ধে ঝাপাইয়া পড়িয়াছিলো? দেশ স্বাধীন হইয়াছিলো? যদি তাহাই ঘটিয়া থাকে তাহা হইলে বুঝিয়া লইতে হইবে মেজর জিয়ার ঘোষণা বৃথা যায় নাই। এই ঘটনা শেখ মুজিবুর রহমানের বিপক্ষে যায় নাই। বরং তাহার পক্ষেই গিয়াছে। মেজর জিয়ার অবদান অস্বীকার করিয়া যাহারা বিমলানন্দ পাইতে চাহেন তাহারা একটু সুবুদ্ধি-বিবেচনার পরিচয় দিবেন স্বাধীনতার এতোগুলি বছর বাদে এইটা আশা করাটা কি অন্যায় হইয়া যায়? সকলে ছহি-ছালামতে থাকিবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.