আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। ন্যাড়া হবার পক্ষে বিপক্ষে অনেক বিতর্ক সত্ত্বেও অবশেষে ন্যাড়া হলাম। কেউ বলে ন্যাড়া হলেই চুল পড়া কমে না। কেউ বলে কমে। কেউ বলে এখনি ন্যাড়া হও, তাহলে তোমার বাকি চুলগুলো বাঁচবে।
আমি কমকরে হলেও ১০০ জন পরিচিত মানুষের সাথে কথা বলে অবশেষে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিলাম এবং সাহস করে ন্যাড়া হলাম।
একটা সময় কি সুন্দর চুলই না ছিল আমার। আর এখন রীতিমত স্টেডিয়াম হবার যোগার। তাই শেষ চিকিৎসা হিসেবে ন্যাড়া হলাম এবং প্রতিদিন নেবুর রস, পেয়াজের রস, মেহেদি ইত্যাদি দেয়া শুরু করলাম। পরিচিত অনেকে নাকি এই চিকিৎসায় নিরাময় পেয়েছেন।
দেখি আমি কতটা সুবিধা পাই।
আপনারও যদি আমার মত চুল পড়ে স্টেডিয়াম হবার অবস্থা হয়, তাহলে আমার মত এই চিকিৎসা আপনিও শুরূ করতে পারেন। লাভ হলেও তো হতে পারে। (বিঃদ্রঃ - ন্যাড়া হলে বেলতলা হতে সাবধান থাকবেন। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।