পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" ফ্রী টিকেট? একেবারে পুরো পরিবার?
ফ্রি পাইলে কি টাকা দিয়ে টিকেট কিনে... !!!
অন্য সব দেশ যেখানে রেল বা এয়ার লাইনস থেকে প্রচুর লাভ করছে সেখানে আমাদের দেশে প্রতি বছর শুধু লোকসান আর লোকসান। এর প্রধান কারন হল দূর্নীতি । বিমানের কর্মকর্তাদের কাছে প্রশ্ন আর কয়টা বাড়ীর বা গাড়ির মালিক হলে আপনারা দূর্নীতি বন্ধ করবেন ? সব জায়গাতেই দূর্নীতি । এগুলো কন্ধ করতে পারলেই দেশের উন্নতি সম্ভব ।
দেশপ্রেমিক বিমানকর্মীদের অভিনন্দন।
এভাবে আপনারা বিমানের অন্যান্য দূর্নীতির ব্যাপারেও সোচ্চার হোন। তাহলে বিমান বাঁচবে। দেশের স্বার্থে বিমানকে বাঁচাতেই হবে।
পুরো সংবাদ নিচে......
কর্মীদের হুমকির মুখে ফ্রি টিকিট বাতিল করতে বাধ্য হলেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ। তিনি পাঁচটি টিকিট কিনে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-০৩৭) গত রাতে সপরিবারে সৌদি আরবে যান।
বিমান সূত্র জানায়, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতিসহ ওমরাহ্ করার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের ঢাকা-জেদ্দা ফ্লাইটের ফ্রি টিকিট নেন। খবর পেয়ে বিমান বাঁচাও ঐক্য পরিষদের নেতারা গতকাল সকালে বিমানের কোম্পানি সেক্রেটারির মাধ্যমে জানিয়ে দেন, ফ্রি টিকিটে চেয়ারম্যানকে ফ্লাইটে উঠতে দেবেন না কর্মীরা।
জানতে চাইলে বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান প্রথম আলোকে বলেন, চেয়ারম্যানসহ ‘অযোগ্য’ পরিচালনা পর্ষদ বিমানকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তাদের অপসারণের দাবিতে সর্বস্তরের কর্মীরা আন্দোলন করছেন। গত সোমবারের সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, পরিচালনা পর্ষদের সদস্যদের ফ্রি টিকিটসহ বিমান থেকে আর কোনো অন্যায় সুবিধা দেওয়া যাবে না।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল সকালে চেয়ারম্যানকে হুঁশিয়ার করা হয়। বিকেলে কোম্পানি সেক্রেটারি জানিয়েছেন, চেয়ারম্যান ফ্রি টিকিট বাতিল করে পাঁচটি টিকিট কিনেছেন।
সূত্র জানায়, এর পরও নিশ্চিত হতে গত রাতে বিমানকর্মীরা বিমানবন্দরে জামাল উদ্দিন ও তাঁর পরিবারের বোর্ডিং পাস যাচাই করে দেখেছেন, ফ্রি টিকিটে যাচ্ছেন কি না। এ ব্যাপারে জামাল উদ্দিন গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
কর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করায় জামাল উদ্দিন গত দুই সপ্তাহ বিমানের কার্যালয়ে ঢুকতে পারেননি।
তাঁর অপসারণ দাবিতে আজ বিমানকর্মীরা দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।