আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানঃ Mein bester Feind

লিখতে ভাল্লাগে না, ঠিক যে ভাল্লাগে না তাও না! আসলে পারি না। তবে কাউকে খোচাইতে ভাল্লাগে। যখন আমার কমেন্ট পড়ে কারো শুকতালু গরম হয়ে যায় তখন আমি স্বর্গীয় আনন্দ পাই! গতকাল একটা জার্মান মুভি (Mein bester Feind) দেক্তে গিয়া পয়লা ৫মিনিট তাব্দা খায়া বয়া ছিলাম! মুভির পোষ্টারে লেখাঃ Mein bester Feind অথচ, সাবটাইটেল এ কয়ঃ My Best Enemy! আমি ভাবছিলাম, মাই বেষ্ট ফ্রেন্ড অয় কয় এনিমি! যাউজ্ঞা মুভি দেক্তে বসলাম। ভালোই লাগছে, অসাধারন। কাহিনী সংক্ষেপঃ অষ্ট্রিয়াতে ভিক্টর এর বাবা একটা আর্ট গ্যালারির মালিক। এবং উনার কাছে মহামূল্যবান মাইকেলএঞ্জেলোর একটি পেইন্টিং লুকানো থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, নাজি বাহিনী এক অফিসার(ভিক্টরের বন্ধু) ঐ পেইন্টিংটা হিটলার কে দেয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। পরিনামে ভিক্টরের পরিবারে গজব নেমে আসে। ভিক্টর কি পারবে তাদের পৌত্রিক সম্পদ (মাইকেলএঞ্জেলোর পেইন্টিং ) রক্ষা করতে? আইমডিবি রেটিং ৬.৫/১০ (২৮০ জন ভোটার, তার মইধ্যে আমার একটা ) তাইলে ধুমায়া ডাউনলোডান নিচের লিঙ্ক থেকে! টরেন্ট ডাউনলোড ডিরেক্ট ডাউনলোডঃ Mediafire http://mediahide.com/?1 http://mediahide.com/?2  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.