যে জন দিবসে মনের হরষে পোস্ট পড়িয়া দেয় না কমেন্টখানি... তাহার উপর জ্বলিল ভাইয়ের বদনজর পড়িবে লইও জানি... আমরা প্রায় সকলেই উইন্ডোজ চালিত কম্পুটার চালাই, যাতে বিল্ট ইন ভাবে মাইক্রোসফট পেইন্ট সফটওয়ারটি দেওয়া থাকে। এটিকে অনেকেই বাচ্চাদের কাজে লাগা জিনিস মনে করে হেলা করেন। কিন্তু এটি দিয়েও অনেক কাজ করা যায়। মনে করেন অন্যের পিসিতে জরুরি কিছু কাজ করার দরকার পড়ল, কিন্তু সেখানে ফটোশপ বা এই জাতীয় আর কোন সফটওয়ার নেই, তখন পেইন্ট দিয়ে আপনি কি কি টুকিটাকি কাজ করে নিতে পারবেন দেখে নিনঃ
১. স্ক্রিনশট নেওয়াঃ
যেখানকার স্ক্রিনশট নিতে চান সেইখানে কীবোর্ডের Print Screen / Sys Rq বোতাম চাপুন এবং পেইন্ট ওপেন করে Ctrl+V চাপুন, স্ক্রিনশট চলে আসবে, এবার একে আপনি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবেন।
২. ছবি রিসাইজ করাঃ
ছবি রিসাইজ করতে চাইলে পেইন্ট দিয়ে ছবিটি ওপেন [Paint>menu>open] করুন ।
এবার পেইন্টের উপরে রিসাইজ অপশনে ক্লিক করলে নতুন রেজুলেশন কত চান তা জানতে চাবে [ছবি দেখুন]। এটি পূরণ করে ওকে চাপলেই ছবি রিসাইজ হবে।
৩. ছবি ক্রপ করাঃ
ছবি ক্রপ করতে চাইলে পেইন্ট দিয়ে ছবিটি ওপেন [Paint>menu>open] করুন । ছবিটি থেকে যেটুকু অংশ নিবেন সেটুকু সিলেক্ট করে পেইন্টের উপরের ক্রপ বোতাম চাপুন, কাজ কয়ে যাবে।
৪. লেয়ার ডুল্পিকেশনঃ
ছবি ক্রপ করতে চাইলে পেইন্ট দিয়ে ছবিটি ওপেন [Paint>menu>open] করুন ।
ছবিটি থেকে যেটুকু অংশ ডুপ্লিকেট করবেন সেটুকু সিলেক্ট করে পেইন্টের উপরের কপি বোতাম বা Ctrl+C চাপুন, এর পর পেস্ট বা Ctrl+V... হয়ে গেলো ডাবল।
ইচ্ছা করলে এই পদ্ধতিতে দুই ডাবল, চার ডাবল বা অসং ডাবল করতে পারেন।
৫. ছবিতে শেপ অথবা লেখা যোগ করাঃ
ছবি ওপেন করার পর পেইন্ট মেনু থেকে শেপ অথবা লেখা যোগ করতে পারবেন। পাশের কালার অপশন দিয়ে ইচ্ছা মত রঙ বদলিয়ে নিন।
৬. ছবি ঘুরানোঃ
ছবি ওপেন করার পর পেইন্ট মেনু থেকে রোটেট অপশন দিয়ে ছবি ইচ্ছা মত ঘুরিয়ে নিন
৭. কাকের ঠ্যাঙ বকের ঠ্যাঙ আকাঃ
এটি পেইন্টের সনাতনি এবং বহুল ব্যাবহারিত কাজ, যা করে কখনই কেউ বোর হয়নি এখন পর্যন্ত।
************
*আমি জানি আপনারা অনেকেই হয়ত এই সহজ বিষয়গুলো জানেন, যারা এখনও জানেন না তারা চেষ্টা করে দেখুন।
*এই পোস্টে উইন্ডোজ ৭এর পেইন্টের স্ক্রিনশট দেওয়া হয়েছে, পেইন্টের বাকি ভার্শনগুলো দিয়েও এই কাজগুলো করা যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।