মশিউর রহমান দু এক ক্ষেত্রে বিকলাঙ্গ ব্যতীত পৃথিবীতে সকল মানুষ হাত দিয়ে খায় পা দিয়ে চলে মুখ দিয়ে কথাবলে চোখ দিয়ে দেখে কান দিয়ে শোনে নাক দিয়ে নি:শ্বাস-প্রশ্বাস গ্রহন প্রদান করে এমন কি একই ভাবে মায়ের গর্ভে যায় এবং জন্ম গ্রহন করে , কি কাল কি সাদা, কি হিন্দু কি মুসলমান, কি বৌদ্ধ কি খ্রিষ্টান, কি অন্যান্য ধর্মাবলম্বী,
তাহলে আমাদের মধ্যে কোন ভেদ নাই
আমরা সবাই এক
যদি এমনটি হতো মসলমান হাতে খায় - হিন্দু পা দিয়ে খাচ্ছে, আবার বৌদ্ধ কান দিয়ে কথা বলে - খ্রীষ্টান চোখ দিয়ে কথা বলে,
মুসলমান নাক দিয়ে কথা বলে - হিন্দু চোখ দিয়ে শোনে ইত্যাদি
তাহলে সে ক্ষেত্রে না হয় আলাদা আলাদা জাত ভাবতাম
কিন্তু আমরা জগতের সকল মানুষ একই নিয়মের অধীন...
আল্লাহর রং ও এক...........সূরা বাকারাহ
''জগতে একই ঈশ্বর । ঈশ্বর ভিন্ন আর কোন দেবতা নাই। ঈশ্বরই সর্বময় কর্তা, সর্ব্বত্র বিধাতা, তিনিই বৃষ্টি বর্ষা,বিধাতা ছাড়া অন্যকিছু কল্পনা করা যায় না''--- বণ্কিম চন্দ্র চট্রোপাধ্যায় ''কৃষ্ণ চরিত্র'' ৪৭। ।
[একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি,ইত্যাদি ঋক্ ১/১৬৪/৪৬------------তিনি এক ও সৎ নিত্য,তাহাকেই বিপ্রাগণ বিভিন্ন নাম দিয়ে থাকেন-তাহাকেই অগ্নি,যম,মাতাশ্বিরা বলা হয় ]
[যো দেবানাং নামধা এক এব,ইত্যাদি ঋক্ ১০/৮২/৩-------যিনি আমাদিগের পিতা ও জন্মদাতা,যিনি অনেক দেব গণের নাম ধারণ করেন, কিন্তু এক ও অদিতীয়, ভুবনের লোকে তাঁহাকে জানতে ইচ্ছা করে।
]
অতএব আমাদের ধর্মটাও এক মুক্তির পথও এক
মানবতাবাদ।
''প্রার্থনা''
..................
হে প্রভু, আমার প্রিয়
তুমি এক এবং অদ্বিতীয়। ।
তুমি স্রষ্টা,
তুমি সর্ব শক্তিমান,
আমায় দাও জ্ঞান।
যে জ্ঞানের মহিমায়
সকল অজ্ঞতার হউক বিদায়,
যে জ্ঞানের আলোয়
মানবতার হউক জয়।
।
হে ক্ষমাশীল,
আমায় করো ক্ষমা
খেয়াল-বেখেয়াল অপরাধগুলি রেথোনা জমা। ।
হে সর্ব মহান
তোমার প্রিয়দের করো দান
যোগ্য সন্মান।
সত্য ও ন্যায়ের পথে আমাকে করো পরিচালিত
সকল অন্যায় অনিয়ম হউক শ্রিঙ্থলিত।
।
...................মশিউর রহমান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।