আমাদের কথা খুঁজে নিন

   

অপ‌্যতাশিত অর্জন

আমরা আজ যা পেলাম তা কি আসলেই আমাদের প্রত্যাশার চেয়ে বহুগুণ বেশি নয়। আমরাতো এতো কিছু চাইনি। আমরা শুধু চেয়েছিলাম একটি মাত্র জয়। সেটা হোকনা কোন একটা দলের বিপক্ষে। খেলার জগতে প্রত্যেকেই আমাদের প্রতিপক্ষ।

কিন্তু আমরা আজ খেলার ছলে অনেক বড় কিছু পেলাম গো... অনেক বড় কিছু পেলাম...তোমারা যা ভাবছো আজ আমরা তার চাইতেও অনেক অনেক বেশি কিছু পেয়েছি। আমরা লড়াকু ক্রিকেট যোদ্ধা পেয়েছি আর তার সাথে পেয়েছি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে দুই নেত্রীকে একই স্থানে শান্তিপূর্ণ ভাবে বাংলার ১৬ কোটি জনগণের পাশে। তাদের আনন্দ-বেদনাকে ভাগাভাগি করে নিতে। বিরোধী দলের নেত্রী মাননীয় বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ যে তিনি আজ খেলার মাঠে এসে সমগ্র বাঙালী জাতির আনন্দ ও আবেগের সাথে একাত্বতা ঘোষণা করেছেন। ধন্যবাদ জাতীয় পার্টির নেতা হুসেইন মোহাম্মদ এরশাদকে যিনি আজকে এসে আমাদের সবাইকে পুলকিত করেছেন।

আর মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। কারণ তিনি এই দেশের প্রধানমন্ত্রী হবার পাশাপাশি যে আমাদের মতো একজন পাগল ক্রিকেট প্রেমিক তা আমরা সবাই জানি। তবে যদি তাকে ধন্যবাদ দিতে হয় তাহলে দিতে চাই এই জন্য যে, তিনি ক্রিকেটকে ভালোবাসেন, মাঠে এসে খেলা দেখেন এইটা হয়তো বিএনপি নেত্রীর সহ্য হয়নি তাই আজকে তিনিও মাঠে চলে এসেছেন। আমরাতো এটাই চেয়েছিলাম এতো দিন। যারা রাজনীতি করেন তারা কি মানুষ নয়? তারা কি আমাদের সহজ সরল মানুষ গুলোকে ভালোবাসতে পারেনা? আমরা চাই তারা যেন ভালো কাজের জন্য প্রতিযোগীতা করে।

আজ মনে হয়েছিল সেই দিন আর দূরে নয় যখন আমরা আবার দেশের জন্য এক হবো! দেশের আনন্দ একসাথে ভাগাভাগি করে নিবো। পাশাপাশি দেশের দুরসময়েও পাশে থাকবো কাধে কাধ মিলিয়ে...... জয় বাংলার দামাল ছেলেরা জয় সমগ্র বাংলার জনগণের.................জয় বাংলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.