আমাদের কথা খুঁজে নিন

   

১৩ সালে ১৩ দফা : মানা না মানা

সালটাও ১৩, হেফাজতে ইসলামের দাবিও ১৩। বেশ ভাল কথা। কিন্তু তাদের এই দাবি গুলো কতটা যৌক্তিক এবং অযুক্তিক তা নিয়ে ভেবে দেখবেন এ দেশের জনগণ। যদিও মৌখিক আশ্বাস মিলেছে সরকারের ওপর মহল থেকে। এনিয়ে বিস্তারিত আলোচনা চলবে আগামী কয়েকদিন।

তবে প্রাথমিক অবস্থায় একজন সাধারণ মানুষ হিসেবে দাবিগুলো পড়ে মনে হলো, এগুলো মানা-না মানা নিয়ে খুব বেশি বেগ পেতে হবেনা সরকারের। দাবিগুলো খুব জটিল বা স্পর্শকাতর বলে মনে হয়নি। ঘুরে ফিরে একই কথা বলে পয়েন্ট বাড়িয়েছে হেফাজতে ইসলাম। ইসলামি দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা যৌক্তিক বলা যেতে পারে। তবে তাদের দাবিগুলো কোন ভাবেই আমাদের স্বাধীনতার চেতনার সাথে সাংঘর্ষিকপূর্ণ বলে মনে হয়নি।

নিম্মে উল্লেখ করা হলো : ১। সংবিধানে ‘আল্লাহ্র উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরান-সুন্নাহ্র বিরোধী সকল আইন বাতিল করতে হবে। ( ১নং দাবি প্রসঙ্গে বলা যায়, সংবিধানে "পরমকরূনাময় আল্লাহ/সৃষ্টিকর্তার" নামে শুরু করার কথা উল্লেখ আছে। সুতরাং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টিতো পূর্বে থেকে আছেই। ) ২।

আল্লাহ্‌, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। (২নং দাবিটি এদেশের সরকার ও সকল রাজনৈতিক দল মানতে রাজি থাকবেন। ভোটের রাজনীতির কথা বিবেচনা করে সরকার এটির প্রতি নমনীয় হবে বলে মনে হয়। তাদের এই দাবরি সাথে অন্য ধর্মের মহাপুরুষদের অবমাননাকর কিছু করা হলে তথা ধর্মের বিরুদ্ধে কুৎসা রটালে শাস্তি মৃত্যুদন্ড। ৩।

শাহবাগী আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয় নবী (সা.)-র শানে জঘন্য কুৎসা রটনাকারী কুলাঙ্গার ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সকল অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করতে হবে। (শাহাবাগের আন্দোলনের নেতেৃত্বে থাকা ব্লগার কেউ নাস্তিক থাকলে তা তদন্তে বের করার প্রক্রিয়াতো সরকার ইতিমধ্যে শুরু করেছে। ) ৪। ব্যক্তি ও বাক-স্বাধীনতার নামে সকল বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলনসহ সকল বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। ( নারী পুরুষের গায়ে জামা-কাপর দিয়ে রাস্তায় বিচরণ করলে সমস্যার কি আছে? এদেশেতো ইসলাম ধ্বংস হয়ে যায়নি।

এমনতো না এদেশের রাস্তায় ছেলে -মেয়েরা যৌনকার্যে লিপ্ত হচ্ছে। বেহায়পনা বা বেভিচার, অনাচার হয়ে থাকলে তা হচ্ছে চারদেয়ালের মধ্যে। ) ৫। ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। (ধর্মীয় শিক্ষা বইতো ক্লাসে ছোটবেলায় আমরাও পড়েছি।

যার যার ধর্ম অনুযায়ী পাঠ্যবই থাকলে সমস্যার কিছূ নেই্। ) ৬। সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সকল অপ-তৎপরতা বন্ধ করতে হবে। (একটি দেশের সরকার কি কাউকে অমুসলিম ঘোষণা করতে পারে?) ৭। মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরীতে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করতে হবে।

(মূর্তি ভেঙে ফেললে কি আমাদের অন্তরে ইসলামের তিব্রতা বেড়ে যাবে। এটি যৌক্তিক কোন দাবি হতে পারেনা। দেশটা বাংলাদেশ। ভুলে গেলে চলবেনা, মুসলিম রাষ্ট্র ইরাকে একসময় সাদ্দামের মূর্তি ছিল। অনেক মুসলিম রাষ্ট্রে ভাস্কর্যর প্রচলন আছে।

) ৮। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করতে হবে। (প্রতিবন্ধকতা সাময়িক সময়ে কিছুটা হলেও এটি পরিস্থিতির কারণে। অচিরেই বায়তুল মোকারমসহ সকল মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় সকল প্রতিবন্ধকতা সরকার তুলে ফেলবেন। তাছাড়া নামাজ পালনের ক্ষেত্রে মসজিদে যেতে প্রতিবন্ধকতা খুব একটা হচ্ছে বলে দেখছিনা।

) ৯। রেডিও, টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় দাড়ি-টুপি ও ইসলামী কৃষ্টি-কালচার নিয়ে হাসি-ঠাট্টা এবং নাটক-সিনেমায় খল ও নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করতে হবে। ( দাবিটি আসলেই হাস্যকর। টিভি নাটকের নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে কেউ কি আমার অন্তরে থাকা "ইসলাম" এর ওপর থেকে বিশ্বাস ও শ্রদ্ধাবোধ তুলে দিতে পারবে?) ১০। পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিস্টান মিশনারীদের ধর্মান্তকরণসহ সকল অপ-তৎপরতা বন্ধ করতে হবে।

(তদন্ত সাপক্ষে সরকার এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে। ) ১১। রাসুলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদরাসা ছাত্র এবং তৌহিদী জনতার ওপর হামলা, দমন-পীড়ন, নির্বিচার গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করতে হবে। (সরকারতো জামাত এর ওপর দমন-পীড়ন করে। তৌহিদী জনতার ওপর না করলেই হলো।

) ১২। সারা দেশের কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ এবং মসজিদের ইমাম-খতিবকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দানসহ তাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। (ষড়যন্ত্রের খবর পেলে হেফাজতে ইসলামের নেতারা সরকারকে অবহিত করুক। কেউ ভয়ভীতি দেখালে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দিলে হয়। ) ১৩।

অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল আলেম-ওলামা, মাদরাসা ছাত্র ও তৌহিদী জনতাকে মুক্তিদান, দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণসহ দুষ্কৃতকারীদেরকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। (১৩ নম্বর পয়েন্টে হেফাজতে ইসলাম কি জামাতের লোকজনের মুক্তি দাবি করছে? তারাতো মুখে জামাতের বিরুদ্ধেই কথা বলে। হেফাজতে ইসলামের লোকজন জেল হাজতে যাওয়া শুরু করেছে বলে মনে হয়না। সুতরাং ১৩ নং দাবি গন্য করা যায়না। আল্লাহর ধর্ম ইসলামারে হেফাজতের দায়িত্ব নিশ্চয় সুনির্দিষ্ট কোন ব্যক্তি বা গোষ্ঠির নয়।

পরম করুণাময় আল্লাহ এটি সুরক্ষা করবেন। আমরা কেনো মুসলিম ভাইরা একে অপরের বিরুদ্ধে বাকবিতন্ড ও হানাহানিতে লিপ্ত হবো। আমাদের বিবেকটা হেফাজত করা এখন জরুরি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।