আমাদের কথা খুঁজে নিন

   

টাকা ইনকাম করুন বাংলাদেশী সাইটে তাও আবার বাংলায় লিখে

সবাইকে সালাম দিয়ে শুরু করলাম জীবনের প্রথম পোস্ট । আসা করি সবাই ভাল আসেন ।  টেক টিউন্স পড়ি প্রায় দের বছর হলো । কিন্তু কোনোদিন লিখার সাহস হয়নি । আজ সাহস করে লিখতে বসলাম,  আমি যেহেতু নতুন তাই আশা করি ভুল হলে ক্ষমা করেদিবেন ।


আমরা অনেকে গুগল অ্যাড সেন্স এর পিছনে ঘুরছি । কিন্তু সফল হইনি এর একটি কারন হল আমরা ইংলিশ এ অনেক দুর্বল । গুগল থেকে টাকা আয় করা কিন্তু সবার জন্য সহজ ব্যাপার নয় । কারন গুগল এর অ্যাড দেওয়ার জন্য সাইট কে চজ১ হতে হয় । আর আমাদের দেশের ইংরেজীর অবস্থা তো বলার অপেক্ষা রাখে না।


::
আর তাই আজ আমি আপনার কাছে এমন একটি সাইটকে পরিচয় করিয়ে দেবো যেখানে শুধু মাত্র বাংলা লিখে টাকা আয় করা যায় ।
তবে এই সাইটে আয় করতে হলে আপনাকে বাংলায় আর্টিকেল লিখে জমা দিতে হবে। বলে নেওয়া ভাল যে এই সাইটে টাকা পাওয়া যায় বিকাশের মাধ্যমে। তারা প্রতিদিনের পেমেন্ট প্রতিদিনই দিয়ে দেয়।
তো তাদের সাইটে আমার জানা মতে দুই ক্যাটাগরির লিখা দিয়ে আপনি ইনকাম করতে পারেন।

একটি হলো তথ্য ও প্রযুক্তি ভিত্তিক আর অন্যটি হলো মতামত টাইপের। তবে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক লিখাতেই বেশী পেমেন্ট দেওয়া হয় । তবে আর একটা কথা বলে নিই যে ইনারা লো কোয়ালিটি লেখা পাবলিশ করেন না । আপনার লিখা যদি কপি পেষ্ট না হয় আর লিখা যদি সমসাময়িক হয়ে থাকে তাহলে সাইটে পাবলিশ হবেই আর আপনার লেখা পাবলিশ হওয়া মানে টাকা পাবেন নিশ্চিত।
বিস্তারিত জানতে মেইল করতে পারেন ইনাদের সাইটে মেইল আছে এবং মোবাইল নাম্বারও দেওয়া আছে।

 www.universenews24.com
এখন পেমেন্ট এর জন্য আপনাকে তাদের সাইটের মেইল এড্রেসে আপনি লেখা পাঠানোর সাথে আপনার নাম মোবাইল নং দিয়ে দিবেন আপনার কাজ একদম শেষ। কিছুক্ষনের মধ্যে আপনার মোবাইলে পেমেন্ট পেয়ে যাবেন।
আমরাতো অযথ নেটে সময় কাটাই যদি একটু পরিশ্রম করে অল্প সময়ে কয়েক টাকা ইনকাম করতে পারি তাহলে সমস্যা কোথায়।
আপনারা চাইলে নিচের লিঙ্ক গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। [বিঃদ্রঃ এটা কোন রেফারাল লিঙ্ক না,তাছাড়া এই সাইট এ কোন রেফারাল সিস্টেম নাই ।

আমি শুধু আপনাদের উপকারে লিঙ্ক টা শেয়ার করলাম]
http://www.universenews24.com

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.