আমি তাই বলি যা আমি বিশ্বাস করি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল আর ধর্ম নিয়ে রাজনীতি এক কথা নয়। ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলের উদ্যেশ্য দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা। কোরান আর হাদিসের আলোকে দেশ পরিচালনা করাই তাদের স্বপ্ন। বিপরীতদিকে বাংলাদেশের প্রথম সারির ৪ টা রাজনৈতিক দলই ধর্ম নিয়ে রাজনীতি করে। তাইতো নির্বাচনের শেষ বছরে আমরা দেখি হাসিনা আর খালেদার সবচেয়ে বড় ধার্মিক হওয়ার প্রতিযোগিতা।
দুর্নীতি আর নারী কেলেঙ্কারির সাথে জড়িত এরশাদের সুযোগমত ধর্মের ব্যাবহার। আর জামাত শিবিরের কথা কি বলবো তারা তো তাদের দলের সুচনালগ্ন থেকেই ধর্মকে নিজেদের স্বার্থে ব্যাবহার করছে। এইসব প্রতিটা রাজনৈতিক দলই জানে এই দেশের মানুষ ধর্মের ব্যাপারে খুব সেনসিটিভ। তারা ভালো করেই জানে ধর্মের কথা বলে সাধারন মানুষকে খুব সহজেই বিভ্রান্ত করা। এই বিভ্রান্তির বিশাল এক উদাহরন দেখা যাচ্ছে কিছু দিন ধরে।
যখন কেউ বলে শাহাবাগ গনজাগরন মঞ্চ থেকে মহানবী ( সঃ ) কটূক্তি করা হইছে কিন্তু এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারে না, বলতে পারে না কে কখন কি বলছে, তখন বুঝি তাকে বিভ্রান্ত করা হইছে। যখন কেউ বলে ব্লগাররা নাস্তিক কিন্তু ব্লগ কি তাইই বলতে পারে না তখন বুঝি তাকে বিভ্রান্ত করা হইছে। হ্যা, আমিও মহানবী (সঃ) কে নিয়ে কটূক্তিকারীদের বিচার চাই । এই ব্যাপারে দ্বিমত থাকার কোন প্রশ্নই নাই। কিন্তু যখন সুকৌশলে শাহাবাগ আর ব্লগারের সাথে নাস্তিক শব্দ টা যুক্ত করা হয় তখন মনে প্রশ্ন জাগে এই প্রোপাগান্ডার উদ্যেশ্য কি? এই মিথ্যাচারে লাভবান তো জামাত শিবির।
কারন শাহাবাগ আর ব্লগ জামাতের জন্য ভয়ের ব্যাপার ইসলামের জন্য না। কারন শাহাবাগের প্রধান দাবি যুদ্ধাপরাধীর ফাসি আর জামাত-শিবিরের নিষিদ্ধ আর ব্লগে আরো অনেক কিছুর সাথে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস লিখে প্রচার করা হয়। তো শাহাবাগ আর ব্লগ নিয়ে আতঙ্কে থাকবে জামাত, হেফাজত কেন সাধারন মুসলমানের কাছে ভুল ভাবে উপস্থাপন করছে শাহাবাগ আর ব্লগারদের? আশা করবো তারা নাস্তিক কথাটার সাথে শাহাবাগ আর ব্লগার কথাটা যুক্ত করে সাধারন মানুষকে আর বিভ্রান্ত করবে না। আশা করবো বাংলাদেশের কোন দল বা গোষ্ঠী নিজেদের স্বার্থে ধর্ম নিয়ে রাজনীতি করবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।