আমাদের কথা খুঁজে নিন

   

অনিদ্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন নোয়াখালীর সেনবাগে দু’গ্রামবাসীর মধ্যে ২দিনে সংঘর্ষে ১জন গুলিবিদ্ধসহ আহত ৭০ \ রাবার বুলেট ও টিয়ারশেল নিপে \ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার\

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে ২ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১জন গুলিবিদ্ধ ১২পুলিশসহ উভয় গ্র“পের ৭০ জন আহত হয়। সেনবাগ উপজেলা প্রশাসন আজ দুপুর ২টা থেকে অনিদ্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন। সংঘর্ষ চলাকালে ছাতারপাইয়া বাজারে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে সংঘর্ষ চলাকালে পুলিশ দফায় দফায় ৯ রাউন্ড রাবার বুলেট ও ১৩ টি টিয়ারশেল নিপে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হককে গ্রেফতার করে।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, ছাতারপাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক এবং বিগত ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেনের সমর্থকদের হ্যান্ড ট্রাক্টর ও অটোবাইক ওভারট্রেকিংকে কেন্দ্র করে বুধবার রাতে ছাতারপাইয়া বাজারে উভয় গ্র“পের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৫ জন এবং বৃহস্পতিবার সকালে ফারুক নামে ১জন গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়। আহতদের সেনবাগ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বুধবার রাতের ঘটনার জের ধরে নুরুল হক মজুমদারের সমর্থকরা লাঠি সোটা,ইট-পাথর নিয়ে ছাতার পাইয়া পূর্ব বাজার এবং তোফাজ্জলের সমর্থকরা ছাতার পাইয়া পশ্চিম বাজারের অবস্থান নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকালে এবং বুধবার রাতে দু’দফায় ৯ রাউন্ড রাবার বুলেট ও ১৩টি টিয়ারশেল নিপে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ছাতারপাইয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।