আমরা সবাই আজ অপেক্ষায় আজ সপ্নের ফাইনালের জন্য। কিন্তু সবাই তো আর স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারিনা তাই বাসায় বসে টিভিতেই খেলা দেখি। আবার অনেখেই খেলা দেখার ইচ্ছা থাখা সত্তেও কাজের জন্য খেলা দেখতে পারিনা। আবার অনেখের বিটিভি চানেল টা নেই অনেকের new cricket চানেলটা নেই। আবার অনেকের অফিসে টিভি নেই।
সবার কথা চিন্তা করে আজকে লিখতে বসলাম। আমরা অনেকে অনলাইনে খেলা দেখতে চাই। কিন্তু কয়েকটি চানেল বাদ দিলে সব চানেলে খেলা দেখার অভিজ্ঞতা আমরা যারা দেখেছি তারা বুঝেছি। প্রথমত স্লো দিতীয়ত একের পর এক popup window । বিরক্ত হয়ে পরে খেলা দেখায় বন্ধ করে দিয়।
আজকে আপনাদের একটি সাইটের কথা বলব যেটাতে খেলা দেখতে পারবেন টিভির মতই। তাহলে দেরি না করে চলে যান এখান
http://www.khuj-khobor.com
ও হ্যাঁ এটা আসলে কিসের সাইট সেটাতো জানলেননা। দূর ভাই আপনি নিজেই জানতে পারবেন সেখানে গেলে। আজকের যুদ্ধের দিনে শুদু শুদু পাচাল করে লাভ নেই।
ভাই আমি নতুন টিউনার ভাল করে বাংলা লিখতে পারিনা।
তাই ভুল হলে ক্ষমা সুন্দর দিস্টিতে দেখবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।