ব্লগাই না, কমেন্টাই............। । সামুকে নানা মতের মেল্টিং পট হিশাবেই দেখতাম। কিন্তু ২০১০ এ জেনারেল হওয়ার পর থেকে সামুর পোস্টের কোয়ালিটী 'ফল' করেছে সেটা কম বেশি সবাই বুঝেছে।
গবেষণা, বিশ্লেষণ, জ্ঞান-বিজ্ঞান নিয়ে পোস্ট কমছেই।
অন্যদিকে রাজনীতি নিয়ে পোস্ট বাড়ছে। এর মধ্যে বেশির ভাগ পোস্টই কন্টেন্ট ফ্রি।
১. স্টেটাস আপডেটঃ
কিছু ব্লগার এমন কিছু পোস্ট দেন, যা পড়তে একবারও স্ক্রোল করতে হয় না। এধরনের পোস্ট ফেসবুকে স্টেটাস আপডেট হিশাবে মানায়, বা টুইটারের টুইট হিশাবে। সামু টুইটানো ব্লগারদের জন্য একটি টুইট-বিভাগ রাখতে পারে।
যেমন কেউ রক্ত চান, বা দোয়া চান নিজের জন্য। সেটা বিশেষ একটা ব্যানারে উঠলে ভাল হয়। তাছাড়া মূল পোস্টের ব্যাপক সংখ্যার জন্য এ ধরণের পোস্ট চাপা পড়ে যায়।
২.নতুন ব্লগারদের মনো-টপিক ড্রাইভঃ
নতুন ব্লগারদের মাঝে রাজণৈতিক ঘটনা নিয়ে ইন্সাইট নেই এমন পোস্ট দেয়ার প্রবণতা দেখি। কারো ফাঁসি হলে/না হলে সবাই ঝাঁপিয়ে পড়েন দুই-লাইনের পোস্ট দিতে...
আরে ভাই, নিউজের জন্য অনলাইন পত্রিকা তো আছেই।
৩। খবরের লিঙ্কঃ
আরে ভাই, নিউজের জন্য অনলাইন পত্রিকা তো আছেই।
৪। রাজনৈতিক বিষয় ও আবেগের প্রেসার কুকারঃ
রাজনৈতিক আবেগ নিয়ে দুই-লাইনের পোস্ট অত্যন্ত বিরক্তির উর্দ্রেককারী। রাজনীতি ভাল বুঝলে ইন্সাইটফুল পোস্ট দেন।
ইন্সাইটফুল দুই লাইনের পোস্ট যে হয় না তা না। তবে একের পর এক রাজনীতির talent-free freak show দেখার জন্য পাঠকরা ব্লগে আসেন না।
৪.১ রাজনৈতিক প্লেটফর্ম
সামু কী রাজনৈতিক নোটিশবোর্ড?? রাজনৈতিক দলের খবর, ব্যাপক প্রাণহানি ছাড়া অন্যকিছুর পোস্ট স্টীকি হয় না কেন?
কিছুদিন আগে এক সাংবাদিক ভাই মিরপুরে হিন্দুদের জমি দখল নিয়ে পোস্ট দিয়েছিলেন। পোস্টটি স্টিকি করার জন্য আবেদন করা হয়।
৫।
রিডার না ক্লিকার?
ইদানীং ব্লগে ঢুক্লে "next page" বাটন বেশি চাপা হয়। কারণ একই বিষয়ের উপ্র ২০০ পোস্ট পড়ার মানে হয় না।
আজকাল সামু পোস্টে ২০০/৩০০ বেশি হিট তো পড়েই না।
সস্তা পোস্টের আধিক্যের জন্য বিজ্ঞান, ধর্ম, ইতিহাস ভিত্তিক ব্লগাররা আগ্রহ হারাচ্ছেন। খেটে খুটে একটা পোস্ট লিখে কেউ ২হিট পেলে দ্বিতীয়বার লেখার আগ্রহ কম থাকবে এটাই স্বাভাবিক।
6. গালিবাজি ও গলাবাজিঃ
আপনি যদি নিউ ইয়র্ক পোস্টের অপ-এড পেজে লিখতেন তাহলে নিশ্চয় গালিসমৃদ্ধ পোস্ট দিতেন না। নিজের ভাষায় পোস্ট দিলে গালি কেন দিতে হবে? ক্রোধের প্রকাশও ভদ্র ভাষায় হয়। যদি তা না জানেন তাহলে শিখতে চেষ্টা করুন।
একটি প্রস্তাবনাঃ ভাল গবেষণা সমৃদ্ধ পোশট নিয়ে একটি সাপ্তাহিক আয়োজন থাকতে পারে। এতে ভাল লেখাগুলো হারিয়ে না যায়।
এরকম কিছু ভাল লেখাঃ
চর্যাপদের কবিদের খোঁজে
সুলতান মোহাম্মদের ইস্তাম্বুল বিজয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।