আমাদের কথা খুঁজে নিন

   

প্যারী কমিউন > আঠারো দিনের স্বপ্নপুরী

আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা । ১৪০ টি বসন্ত চলে গেছে , চলে গেছে হাড়কাঁপানো ১৪০টি শীত , ১৪০টি গ্রীষ্ম এসেছে তার সর্বোচ্চো উত্তপ্ততা নিয়ে , সাড়ম্বরে , কিন্তু আজও সেই আঠারোটি দিন স্মৃতিতে উজ্জ্বল , সেই আঠারোটি দিন মুক্তির গান শোনায় , আজও । তারা জেনেছিলো অস্ত্রই তাদের দেবে মুক্তির পথ তাদের আরাধ্য স্বপ্নগুলো এবার বুঝি ডানা মেলবে , তারা বিশ্বাস করেনি ওঝার ছদ্মবেশে থাকা শ্বাপদদের আঠারোটি দিন তারা মুক্ত ছিলো , ছিলো অপ্রতিরোধ্য । বন্দুকগুলো প্রতিরোধের পালাবদল মূর্ত করেছিলো , কামানগুলো তাদের স্বাধীনতাকে আলিঙ্গন করেছিলো , সেই আঠারোটি দিন মুক্তির ছিলো , ছিলো আলোর । ধুলোকাঁদার প্যারীতে দেবতার লড়াই ছিলোনা সেখানে স্বপ্নগুলো ডানা মেলেছিলো আঠারো দিন মুক্তির গান শোনা গিয়েছিলো মাত্র আঠারো দিন ।

অতঃপর খালগুলো ভেসে উঠে শ্রমিকের রক্তে , প্রতিটি পরীখা তাদের রক্তে রঞ্জিত হয় , পূর্বের হিসাব চুকিয়ে দেয় জোঁকেরা । স্বপ্নপূরনের দিনগুলো শুরু না হতেই শেষ হয়ে গেলো , শেকলগুলো চূর্ণ হবার আগেই আবারো পায়ে জড়িয়ে গেলো । ইতিহাসের দ্বান্দ্বিকতা প্যারি কমিউনকে শেষ হতে দেয়নি , ফিরিয়ে নিয়েছে প্যারিসের শ্রমিকের রক্তে রঞ্জিত খালগুলোতে যেন পরেরবার স্বপ্নগুলো ডানা মেলতেই না শেষ হয়ে যায় , মুক্তির গান যেন আরো তীব্রতর হয়ে শোনা যায় , সর্বত্র । প্যারী রক্তস্নাত হয়েছিলো , যার স্মৃতি আজও অম্লান , পরাজয় ঘটেছিলো প্যারীতে , কিন্তু তা দেখিয়েছে জয়ের পথ , সেই জয়ের পথ সোভিয়েত দেখেছিলো , দেখেছিলো চীন সেই জয় আবার মিলিয়েছে , ক্রমশঃ ভাস্বর হয়েছে প্যারী । প্যারী কমিউন আজও প্রবলভাবে জীবন্ত , আলোড়ন সৃষ্টিকারী চোখধাঁধানো প্যারিসের আলোর ছটায় সৌন্দর্য্য ঠিকরে বেরোয় , কিন্তু শ্রমিকের রক্তে রঞ্জিত প্যারীর আঁশটে গন্ধ সারা পৃথিবী জুড়ে প্যারিসের সুগন্ধী যাকে কনামাত্র দূর করতে পারেনি , পারেওনা ।

তার স্মৃতি আজও জ়ীবন্ত , জ্বলজ্বল করছে কোটি মানুষের হৃদয়ে , ওঝার ছদ্মবেশধারী শ্বাপদরা দংশনকে বিষময় করে তুলেছে , সেই বিষে দংশিত মানুষগুলো প্যারীকে ভুলতে পারেনি , পারেনা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।