দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
কলোসিয়াম—মানে রোমক আমলের সেই ক্রীড়া প্রাঙ্গণ, যেখানে মল্লরা জান বাজি রেখে মল্লযুদ্ধ করত, হিংস্র পশুদের সঙ্গে যুদ্ধ। সেই রক্তে ভেজা মাটির সঙ্গে মহিলাদের কি সম্পর্ক থাকতে পারে?
খ্রিস্টের জন্মের ৭২ সাল পরে রোম সাম্রাজ্যের বৃহত্তম এ স্থাপনার কাজ শুরু হয়। গোলাকৃতি একটি বহুতল অ্যামিম্ফ থিয়েটার। ৫০ হাজার মানুষ বসার মতো জায়গা। এখানেই সেই সুবিখ্যাত গ্ল্যাডিয়েটরদের মল্লযুদ্ধ হতো—দুই মল্লের একজনের প্রাণ না যাওয়া পর্যন্ত।
আবার সাজানো স্থলযুদ্ধ, নৌযুদ্ধ, পশু শিকার, এমনকি পুরাণকথার ওপর নির্ভর করে রচিত নাটকের অভিনয়, সবই হতো।
এসব বিভীষণ রকম পুরুষালি ব্যাপারের মধ্যে মহিলারা আসেন কি করে? এবারের আন্তর্জাতিক নারী দিবসে সেই উত্তরটাই দেয়ার চেষ্টা করেছেন কলোসিয়াম মিউজিয়াম কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, কলোসিয়ামে যেমন একদিকে জলহস্তি কি জিরাফের মতো উদ্ভট জীব দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করা হতো, অন্যদিকে তেমনই বামনদের খেলা কি মহিলা গ্ল্যাডিয়েটরদের যুদ্ধও দেখানো হতো। তবে কদাচিত্।
আসল বিপদ ছিল এই যে, এ যুগের মহিলারা যেমন ডেভিড বেকহ্যাম কি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবলারদের ভক্ত হয়ে পড়েন, সেকালের রোমের মহিলারা তেমনিভাবেই নামকরা গ্ল্যাডিয়েটরদের প্রেমে পড়তেন।
কখনও কখনও সেই প্রেমিকের সঙ্গে গৃহত্যাগও করতেন। রোমান আমলের ব্যঙ্গাত্মক কবি জুভেনাল তাই ঠাঁট্টা করে লিখেছিলেন—মেয়েরা তো লোহাই ভালোবাসে।
জুভেনালই লিখেছেন সেই কাহিনী। এক রোমান সিনেটরের স্ত্রী এপিয়া কিভাবে স্বামী-ছেলে ছেড়ে এক গ্ল্যাডিয়েটরের সঙ্গে মিসরে পালিয়ে গিয়েছিলেন। যদিও সেই বীর মল্লের একটা হাত ভাঙা, নাকের ওপরে একটা বিরাট ফোলা এবং ঘোলাটে চোখ ছিল।
সিনেটর আর কি বড় কথা, খোদ রোমান সম্রাট মার্কুস অরেলিয়াসের স্ত্রী ফাউস্তিনার নাকি একাধিক গ্ল্যাডিয়েটরের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সূত্র : ডিডব্লিউ।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।