আমাদের কথা খুঁজে নিন

   

সাধারন জ্ঞান

আমি অন্যের ক্ষতি করতে চাইনা। কেউ যেন আমার ক্ষতি না করে। ► ওসামা বিন লাদেনের মরদেহ যে রণতরীতে করে সাগরে সমাহিত করা হয় তাঁর নাম - USS কার্ল ভিনসন। ► ৩০ নভেম্বর ২০১১ অবমুক্ত করা চীনের নতুন নকশায়িত বৈজ্ঞানিক গবেষনা জাহাজের নাম - কেঝু (Kexue)। ► সবচেয়ে কম বয়সে (১৫ বছর) সাত মহাদেশের শীর্ষ সাত পর্বত চূড়ায় আরোহণ করেন - যুক্তরাষ্ট্রের জর্ডান রোমেরো। ► ২০১১ সালের ২৬ নভেম্বর নাসা মঙ্গল গ্রহে যে অনুসন্ধানী যান পাঠায় তার নাম - কিউরিসিটি, প্রকৃত নাম দ্যা মার্স সায়েন্স ল্যাবরেটরী (MSL)। ► ২০১১ সালে যে তিনটি দেশে শ্রম উয়িং খোলা হয় - জাপান, ইতালি ও জর্ডান, (মোট ১৬টি এ নিয়ে)। ► হিমছড়ি ঝরণার অন্য নাম - পরিমুড়া। ► বাংলাদেশের বিমান বাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হওয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য সল্প পাল্লার ক্ষেপণাস্রের নাম - এফএম-৯০।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.