আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ ভাগের কাছে কেন আপনারা ছিন্নবিচ্ছিন্ন: ইব্রাহিম খালেদ

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, ‘আওয়ামী লীগের ভোট ৪০ ভাগের মতো। অন্যদিকে বিগত নির্বাচনগুলো দেখলে দেখা যাবে, জামায়াত-শিবিরের ভোট পাঁচ ভাগের বেশি নয়। অথচ এই পাঁচ ভাগের আক্রমণে আপনারা কেন ছিন্নবিচ্ছিন্ন? তাদের অস্ত্র, অর্থ ও ঐক্যের আঘাতে কেন আমরা বিপর্যস্ত, আহত। তাদের চ্যালেঞ্জ করার কি কোনো শক্তি নেই?’
আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইব্রাহিম খালেদ এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর বলেন, ‘বঙ্গবন্ধু সবার কথা শুনতেন।

কিন্তু বর্তমানে যে নেতৃত্ব রয়েছে তারা সে প্রক্রিয়া অব্যাহত রেখেছে কি না, এ নিয়ে আমার সন্দেহ আছে। আমরা মুখে বড় বড় কথা বলি কিন্তু কাজের ক্ষেত্রে মার খেয়ে চলে আসি। ’
ইব্রাহিম খালেদ আরও বলেন, ‘আমাদের আত্মসমালোচনা করার এখনই উপযুক্ত সময়। কেন ফটিকছড়িতে ২০০ মোটরসাইকেলের বিশাল মিছিল নিয়ে গিয়ে ক্ষমতাসীন দল হয়েও মুষ্টিমেয় মানুষের কাছে ধ্বংসস্তূপে পরিণত হতে হয়েছে। এই আপনার সংগঠন, এই আপনার শক্তি।

কেন এ রকম হলো এটা আমাদের খুঁজে বের করতে হবে। ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বলেন, সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করা যায়। কিন্তু সাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করা যায় না। তাই এ সাম্প্রদায়িক অপশক্তিকে বিনাশ করতে প্রগতিশীল চেতনাকে জাগ্রত করতে হবে। এই মুহূর্তে সরকার যদি ঘোষণা করে, যুদ্ধাপরাধীদের বিচার হবে না, তাহলে বিএনপি-জামায়াত কিংবা হেফাজতে ইসলামের মতো কোনো অপশক্তির তাণ্ডব থাকবে না।

এ থেকে বুঝা যায়, তাদের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বিচার বানচাল।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেকের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর সভাপতি মাহবুবউদ্দিন আহমদ, আবুল কাশেম প্রমুখ। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।