Few Memories Are Pleasant, Few Memories Hurt You..........। ফাইল আপলোডের ঝামেলা থেকে মুক্তি নিন gmail ব্যবহারকারীরা । gmail এর জন্য নিজের pc তেই বানান একটি virtual drive । যেখানে আপনি ফাইল কপি করুন gmail এর জন্য । ফাইল কপি শেষে আপনার ইমেল এ একটি mail আসবে ।
আর সেই মেইলটি পাঠিয়ে দিন কাঙ্ক্ষিত ব্যক্তিকে । এর জন্য প্রথমে আপনাকে এই ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে । আর নিচের স্টেপগুলো ভালো করে দেখুন ।
ইনস্টল শেষে my computer এ ভার্টুয়াল ড্রাইভ দেখতে পাবেন ।
এরপর এই ড্রাইভের উপর রাইট ক্লিক করুন ।
এরপর login as এ ক্লিক করুন ।
এরপর আপনার ইমেল আইডি দিয়ে লগইন করুন ।
এরপর প্রয়োজনীয় ফাইল কপি করুন এই ড্রাইভে । কপি শেষে log out করুন ।
এরপর gmail থেকে আপনার মেইলে লগইন করুন ।
দেখবেন আপনার মেইল থেকে নতুন কিছু মেইল । এবার এই মিইল গুলো আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাঠিয়ে দিন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।