আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফটের Virtual PC



অনেকেরই নানা কাজের জন্য বিভিন্ন Virtual System দরকার হয় । Virtual System হচ্ছে VIRTUAL COMPUTER । সাধারনত OS ও নানান সফটওয়্যার এর উপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে । Microsoft Virtual PC , VMware, Virtual box তেমনই কিছু Virtual System সফটওয়্যার । এই টিউটোরিয়ালে আপনারা Microsoft Virtual PC সর্ম্পকে জানতে পারবেন ।

সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করে নিন । মাত্র 32MB সফটওয়্যারটি বিনামূল্যই পাওয়া যাবে । সফটওয়্যারটি ইনস্টল করে চালু করার পর একটি উইন্ডো আসবে । এখান থেকে NEW বাটানটিতে ক্লিক করুন । এতে VIRTUAL PC WIZARD আসবে , NEXT চাপুন ।

এবার CREATE A VIRTUAL MACHINE রেডিও বাটানটি সিলেক্ট করা থাকলে আবার NEXT চাপুন । এবার BROWSE চেপে যে স্থানে VPCটি সেভ করতে তা দেখিয়ে দিন ও NEXT চাপুন । এবার VPCতে যে OS INSTALL করতে চান তা OPERATING SYSTEM এর নিচের Drop down menu হতে সিলেক্ট করুন ও NEXT চাপুন । আবার NEXT চাপুন । এবার DO YOU WANT TO USE: এর নিচ হতে A NEW VIRTUAL HARD DISK সিলেক্ট করুন ও NEXT চাপুন ।

এই উইন্ডোতে আপনার PCতে সর্ব্বোচ্চ কত VIRTUAL HARD DISK হতে পারবে তা দেখাবে । আপনি VIRTUAL HARD DISK SIZE –এ আপনার ইচ্ছা মত VIRTUAL HARD DISK এর সাইজ নির্ধারন করুন ও NEXT চাপুন । এবার FINISH চাপুন । এবার VIRTUAL PC CONSOLE উইন্ডো থেকে আপনার নতুন VPCটি সিলেক্ট করে START চাপুন । এবার একটি নতুন উইন্ডো চালু হবে এটিই আপনার VPC-র SCREEN ।

এবার VPCতে MOUSE ব্যবহার করতে আপনার MOUSE POINTERটি তাতে নিয়ে যান এবং LEFT বাটান ক্লিক করুন । এখানে আপনার PCটি HOST PC এবং VPCটি GUEST PC । VPC থেকে MOUSE টি বের করতে KEYBOARD এর ডান পাশের ALT বাটানটি চাপুন । VPC এর SCREEN টি FULL SCREEN দেখতে ডান পাশের ALT ও ENTER এক সাথে চাপুন , পুনরায় ফিরে আসতে ও একই কাজ করুন । এবার OS ইনস্টল করার পালা এর জন্য VPC এর CD বাটান ক্লিক করে CAPTURE ISO ক্লিক করুন ও আপনার OS এর বুটেবল .ISO ফাইলটি দেখিয়ে দিন ।

এবার VPC উইন্ডোর ACTION বাটান থেকে RESET চাপুন ও সাধারনভাবে OSটি ইনস্টল করুন। OS ইনস্টল করা হয়ে গেলে আপনি সাধারন PC এর মত মোটামুটি সব কাজ ই করতে পারবেন । এবার HOST PC থেকে GUEST PCতে ফাইল আদান প্রদান করতে GUEST PCতে VIRTUAL PC ADDITIONS ইনস্টল করতে হবে । এর জন্য VIRTUAL PC CONSOLE এর ACTION বাটান হতে INSTALL OR UPDATE VIRTUAL PC ADDITIONS ক্লিক করুন । এতে VIRTUAL PC ADDITIONS টি VPC এর CD ROM এ CD হিসেবে পাবেন ।

এবার CD DRIVE এর WINDOWS ফোল্ডার থেকে SETUP.EXE ফাইলটি রান করুন। ইনস্টল হয়ে গেলে VPCটি RESTART করুন । এবার HOST ও GUEST PC এর মধ্যে ফাইল DRAG DROP করতে পারবেন । এ ছাড়াও এখন দু PC-র মধ্যে ফাইল শেয়রিংও করতে পারবেন । http://www.filehippo.com/download_virtual_pc/


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.