আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিম্যাসনারি: বিশ্বের প্রাচীনতম এক গুপ্ত গোষ্ঠী (সপ্তম পর্ব)

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ "There exists in this country a plot to enslave every man, woman, and child. Before I leave this high and noble office I intend to expose this plot" John.F.Kennedy ফ্রিম্যাসনারি গোষ্ঠী সর্ম্পকে ধারাবাহিকভাবে লিখছি। ফ্রিম্যাসনারি এমন এক গোষ্ঠী যারা অশুভ শক্তির আরাধনা করে এবং সেই অশুভ শক্তিকে ব্যবহার করে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় বলে ‘ষড়যন্ত্র তত্ত্বের’ তাত্ত্বিকগণ মনে করেন। বলে রাখা ভালো যে এই রকম বিশ্বাস বা ধারণাকে বলা হয় Conspiracy theory ।

অর্থাৎ, A conspiracy theory explains an event as being the result of an alleged plot by a covert group or organization or, more broadly, the idea that important political, social or economic events are the products of secret plots that are largely unknown to the general public. এই ‘ষড়যন্ত্র তত্ত্ব’-র অমোঘ আকর্ষন রয়েছে বলে বিশ্বময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । আসলে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছদ্ম-ইতিহাস এর অর্ন্তগত। এর মূলে যতটা না যুক্তি তার চেয়ে বেশি রয়েছে অনুমান; এবং ‘ষড়যন্ত্র তত্ত্বের’ পিছনে তেমন কোনও প্রমাণসিদ্ধ তথ্যাদি নেই। ফ্রিম্যাসনারি গোষ্ঠী সংক্রান্ত ‘ষড়যন্ত্র তত্ত্ব’-র মূলে রয়েছে ক্রসেড চলাকালীন সময়ে জেরুজালেম এর টেম্পল মাউন্ট- এ নাইট টেম্পলারদের আবিস্কার। মনে করা হয় যে তারা ‘রহস্যময়’ কিছু আবিস্কার করেছিল।

যদিও এ বিষয়ে প্রকৃত সত্য আজও জানা যায়নি। এ প্রসঙ্গে একজন মূলধারার ঐতিহাসিক মন্তব্য করেছেন: Pseudo-historical books such as The Holy Blood and the Holy Grail theorise that the Templars could have discovered documents hidden in the ruins of the Temple, possibly "proving" that Jesus survived the Crucifixion or possibly "proving" Jesus was married to Mary Magdalene and had children by her. Indeed, the supposition that the Templars must have found something under the Temple Mount lies at the heart of most Templar legends and pseudo-historical theories, also popularised by French author Louis Charpentier. There is no physical or documentary evidence, however, to support such a supposition. সেই যাই হোক। গত পর্বে আমরা দেখেছি যে ফ্রিম্যাসনারি গোষ্ঠীটি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভবের সময় থেকেই সক্রিয়। এবং conspiracy theory অনুযায়ী মনে করা হয় যে বর্তমানে ফ্রিম্যাসনারি গোষ্ঠীটিই মার্কিন যুক্তরাষ্ট্রের অদৃশ্য নিয়ন্তা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাসে আরও কিছু সিক্রেট কাল্ট এর উদ্ভব হয়েছে।

এই পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি সিক্রেট কাল্ট সম্পর্কে আলোচনা করব যাদের ওপর ফ্রিম্যাসনারি এবং ইলুমিনাতির গভীর প্রভাব রয়েছে বলে ষড়যন্ত্র তত্ত্বের তাত্ত্বিকগণ মনে করে থাকেন। এ ধরণের ভৌতিক হাড়-খুলির ছবি মার্কিন সংস্কৃতির স্বাভাবিক অঙ্গ হয়ে উঠেছে আসলে যা গোপন গোষ্ঠীরই প্রতীক ... আমি গত পর্বে লিখেছি যে আমেরিকান বিপ্লবের কেন্দ্রিয় চরিত্র ছিলেন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন (১৭৩২-১৭৯৯) । ইনিও ছিলেন ফ্রিম্যাসন! আমেরিকান বিপ্লবের পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই প্রসঙ্গে একজন গবেষক লিখেছেন: The George Washington Inaugural Bible is the book that was sworn upon by George Washington when he took office as the first President of the United States. The Bible itself has subsequently been used in the inauguration ceremonies of several other U.S. presidents. ফ্রিম্যাসন বাইবেল। এরপর ওই একই বাইবেল স্পর্শ করে শপথ নিয়েছিলেন প্রেসিডেন্ট ওয়ারেন জি. হার্ডিং, ডি আইজেনহাওয়ার, জিমি কার্টার এবং জর্জ এইচ ডাবলিউ বুশ (ইরাক ধ্বংসকারী যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট বুশ এর পিতা) ...পাঠ করুন: The Bible was also intended to be used for the inauguration of George W. Bush, but inclement weather didn't allow it. However, the Bible was present in the Capitol Building in the care of three freemasons of St. John's Lodge, in case the weather got worse. Because of its fragility the Bible is no longer opened during meetings of St. John's Lodge. ইরাক ধ্বংসকারী যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট জর্জ বুশ।

বলা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘ইলেকটেড’ হয় না, ‘সিলেকটেড’ হয়। কীভাবে? রক্তের উত্তরাধিকার নীতির মাধ্যমে; যাকে বলা হয় ‘ ইলুমিনাতি ব্লাডলাইন’ । প্রেসিডেন্ট জর্জ বুশ সম্পর্কে ‘রক্ত- সর্ম্পকে’ ব্রিটিশ রাজবংশের সঙ্গে জড়িত, যে ব্রিটিশ রাজবংশ ফ্রিম্যাসন গোষ্ঠীর পৃষ্ঠপোষক এবং সদস্য (পঞ্চম পর্ব দেখুন)। ৯/১১ এর প্রাক্কালে জর্জ এইচ ডাবলিউ বুশ এবং প্রেসিডেন্ট জর্জ বুশ এর ফ্রিম্যাসন হ্যান্ডশেক। জর্জ এইচ ডাবলিউ বুশ এবং তার পুত্র প্রেসিডেন্ট জর্জ বুশ ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি সিক্রেট কাল্ট এর সদস্য ছিলেন।

সেই কাল্টের নাম স্কাল অ্যান্ড বোনস ( Skull and Bones). স্কাল অ্যান্ড বোনস আসলে ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি আন্ডারগ্র্যাজুয়েট সিক্রেট সোসাইটি যা ১৮৩২ সালে প্রতিষ্ঠিত হয়। কাল্টের সদস্যদের বলা হয় বোনসম্যান। কি তাদের লক্ষ? সে বিষয়ে একজন গবেষক লিখেছেন:The Brotherhood’s goal ... as President George Bush (Skull & Bones 1948) put it ... is to bring about “A Thousand Points of Light ... under a New World Order. The Millennium he was talking about begins January 1st 2001, the first day of the third thousand years. ইয়েল বিশ্ববিদ্যালয়ের এই বাড়িটিই স্কাল অ্যান্ড বোনস এর সাধনকেন্দ্র। এখানে দীক্ষা অনুষ্ঠিত হয়। এই বাড়িটিকে বলা হয় সমাধি।

নতুন সদস্য নগ্ন হয়ে কফিনে শুয়ে থাকার সময় অশুভ কৃত্য (Satanic rituals) অনুষ্ঠিত হতে থাকে। The book Proofs of a Conspiracy written in 1797 by John Robison of Edinburgh University told of the Illuminati and how its name was derived from the word Lucifer. Some of the rituals Robison described in his book are identical to the Bush’s Skull and Bones fraternity which has been around since 1832. Robison was murdered by the Masons. বোহেমিয়ান গ্রোভ স্কাল অ্যান্ড বোনস এর মতো আরেকটি মার্কিন সিক্রেট কাল্ট হল বোহেমিয়ান গ্রোভ । যে কাল্টটি সম্বন্ধে ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বলেছিলেন: “Anybody can be President of the United States, but very few can ever have any hope of becoming President of the Bohemian Club.” সানফ্রান্সসিসকো ভিত্তিক বোহেমিয়ান ক্লাব নামে পুরুষদের একটি ‘আর্ট ক্লাব’ বা বোহেমিয়ান গ্রোভ হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মনটে রিও তে অবস্থিত ২,৭০০ একর বিশিষ্ট বিস্তীর্ণ এক বনভূমি । বোহেমিয়ান গ্রোভ-এ অবস্থান প্রতি বছর জুলাই মাসের মাঝামাঝি দু সপ্তাহের জন্য বোহেমিয়ান গ্রোভ-এ ক্লাবের সদস্যরা জমায়েত হয়। যাতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত থাকেন।

এদের মধ্যে রয়েছেন শিল্পী-সাহিত্যিক, সংগীতশিল্পী, ব্যবসায়ী নেতা, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা এবং গনমাধ্যম এবং ক্ষমতাশালী ব্যক্তিবর্গ। বোহেমিয়ান গ্রোভ সম্বন্ধে এই আপাত নিষ্পাপ তথ্য উইকিপিডিয়ার। কেননা, ষড়যন্ত্র তত্ত্বের তাত্ত্বিকগণ বোহেমিয়ান গ্রোভ সম্বন্ধে গা-শিউরানো সব কথা বলেন। তারা বলেন যে বোহেমিয়ান গ্রোভ এর সদস্যরা secretly meet for seventeen days each July in a remote “sacred grove” of ancient redwood trees in the deep forests surrounding San Francisco. Some 1,500 in number, their membership roll is kept secret, but includes the super-rich, blood dynasty member families of the Illuminati; heavy-hitting corporate chieftains and high government officials. Mingling among them are a number of Hollywood movie stars, Broadway producers, famous entertainers, musicians, authors, painters and poets. Great statesmen and – so we’re told – gentlemen. ১৯৮৩ সালে গ্রেট ব্রিটেনের রানী এলিজাবেথ বোহেমিয়ান গ্রোভ এ গিয়েছিলেন। তাঁর সম্মানে ‘প্যাগান’ নৃত্যের আয়োজন করা হয়েছিল।

ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ইলুমিনাতি এবং ফ্রিম্যাসনারি গোষ্ঠীর সর্ম্পক পঞ্চম পর্বে আলোচনা করেছি। বোহেমিয়ান গ্রোভ এর মঙ্গলচিহ্ন পেঁচা। পেঁচা কে জ্ঞানের প্রতীক মনে করা হয় । পেঁচার মূর্তির সামনে আগুন জ্বালিয়ে কৃত্য সম্পন্ন করে। বোহেমিয়ান গ্রোভ এ যা যা হয় সে সম্বন্ধে একটি ওয়েবসাইট লিখেছে: Tales of world leaders plotting the world’s destiny there in secret “war rooms,” hand-picking Presidents and future leaders from the Bohemian Grove. Reports of occult rituals being conducted by these same powerful men, clad only in hooded red, black and white robes, offering an effigy of a human being to be sacrificed by fire to a towering 45-foot stone owl God, the “Great Owl of Bohemia” in a ceremony called “The Cremation of Care.” Sometimes, they discard the robes, don women’s clothing and parade around onstage in theatrical productions or – if the spirit so moves them - they wear no clothes at all!...Things get even stranger still. Stories have come out of the Grove about wild homosexual orgies, male and female prostitutes being engaged in what can only be described as extreme sexual games, young children being exploited in unspeakable ways, up to and including cold-blooded ritual murder. There are stories involving actual human sacrifice on the “altar” of the owl God statue. Understandably, it’s all very hard to believe. ষড়যন্ত্র তত্ত্বের তাত্ত্বিকদের মতে স্কাল অ্যান্ড বোনস কিংবা বোহেমিয়ান গ্রোভ- এর মূলে ওই ইলুমিনাতি তথা ফ্রিম্যাসনারি ... কিন্তু কেউ কি তাদের হীন উদ্দেশ্যের প্রতিবাদ করেনি? মার্কিন যুক্তরাষ্টের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট কাল্টগুলির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। মৃত্যুর সাত দিন আগে কেনেডি বলেছিলেন: "There exists in this country a plot to enslave every man, woman, and child. Before I leave this high and noble office I intend to expose this plot" যে কারণে এই প্রশ্ন উঠেছে যে:Was Kennedy's murder actually a ritual blood sacrifice? প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাস- এর ডালাস-এ দুপুর ১২:৩০ মিনিটে আততায়ীর গুলিতে নিহত হন। তাঁর ঘাড়ে ও মাথায় গুলি বিদ্ধ হয়েছিল। তক্ষনাৎ তাঁকে স্থানীয় পার্কল্যান্ড হাসপাতালে নেয়া হয়, এর আধ ঘন্টা পর ওই সাহসী মানুষটি মারা যান। তাঁর মৃত্যুর পিছনে ফ্রিম্যাসনারি ষড়যন্ত্র ছিল বলে ধারণা করা হয়।

কেননা, কেনেডি বলেছিলেন: The very word "secrecy" is repugnant in a free and open society; and we are as a people inherently and historically opposed to secret societies, to secret oaths and to secret proceedings. For we are opposed around the world by a monolithic and ruthless conspiracy that relies primarily on covert means for expanding its sphere of influence — on infiltration instead of invasion, on subversion instead of elections, on intimidation instead of free choice. It is a system which has conscripted vast human and material resources into the building of a tightly knit, highly efficient machine that combines military, diplomatic, intelligence, economic, scientific and political operations. Its preparations are concealed, not published. Its mistakes are buried, not headlined. Its dissenters are silenced, not praised. No expenditure is questioned, no secret is revealed. That is why the Athenian lawmaker Solon decreed it a crime for any citizen to shrink from controversy. I am asking your help in the tremendous task of informing and alerting the American people, confident that with your help man will be what he was born to be: free and independent. বিশ্বের সম্পদশালী গোষ্ঠী জড়িত বলে ফ্রিম্যাসনারি এবং ইলুমিনাতির শক্তি অপরিসীম। যে কারণে তাদের হীন উদ্দেশ্যের বিরোধীতা করায় ষড়যন্ত্র তত্ত্বের তাত্ত্বিকদের মতে মাত্র ৪৬ বছর বয়েসে প্রেসিডেন্ট জন এফ কেনেডি কে মরতে হয়েছিল ... চলবে ... ছবি: ইন্টারনেট। তথ্যসূত্র: http://www.jesus-is-savior.com/False Religions/Wicca & Witchcraft/skull_and_bones_exposed.htm http://www.jesus-is-savior.com/Evils in Government/War on Drugs Scam/Order of Skull & Bones/skull_and_bones_equal_illuminati.htm http://www.ontopofacloud.com/SkullandBones.htm http://bohemiangroveexposed.com/ http://www.jesus-is-savior.com/False Religions/Wicca & Witchcraft/bohemian_grove_exposed.htm http://ctrl.org/essay2/MCIJFKA3.html Click This Link http://www.masonicinfo.com/kennedy.htm Click This Link প্রথম পর্বের লিঙ্ক Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।