ভালো থাকতে চাই..। যা কিছু ভালো সেদিকে সবাইকে আহবান.। মহীসোপান নামটা দারুন। বেশ একটা রাজকীয় রাজকীয় ভাব আছে। সপ্তাহ দুয়েক আগেও মহীসোপান নামটা তেমন পরিচিত ছিল না আমার কাছে।
আমদের সমুদ্রসীমা বিজয়ের সাথে এই নামটা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রথমে শুনেই কানে লেগে গেছে নামটা, যদিও মহীসোপান সম্পর্কে তেমন ধারনা নেই।
একটি দেশের সমুদ্রসীমায় প্রথম ১২ নটিক্যাল মাইল ওই দেশের সর্বভৌম সামুদ্রিক অঞ্চল।
এর পরবর্তী ২০০ নটিক্যাল মাইল বিশেষ অর্থিনৈতিক অঞ্চল (ইইজেড) ও
পরবর্তী অঞ্চল হ্ল মহীসোপান, যা ৩০০ নটিক্যাল মাইল পর্যন্ত হতে পারে। যা সম্পূর্ণই নিয়ন্ত্রণ করে ওই দেশ।
তবে মহীসোপান এলাকায় যে কোন দেশের জাহাজ চলাচল করতে পারে, যদিও সম্পদের অধিকার শুধুমাত্রই ওই দেশের থাকে।
জানেন তো, ১ নটিক্যাল মাইল(নৌমাইল) = ১.৮৫২ কিলোমিটার। তার মানে আমরা মেলাখানিক সমুদ্রের জাগার অধিকার পাইছি।
* মহীসোপান (ইংরেজি ভাষায়: Continental shelf) মহাদেশগুলির প্রসারিত পরিসীমা অঞ্চলকে বোঝায়। দুই বরফ যুগের মধ্যবর্তী সময়ে এগুলি অপেক্ষাকৃত অগভীর সাগর বা উপসাগরে আবৃত থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।