ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। একটু বড় হয়ে এর সাথে যুক্ত হ’লো পড়া ও লেখালেখি, তারপর ফোটগ্রাফি। আমার প্রতিটি ভোর জেগে ওঠে শোকের অশ্রুতে প্রতি রাতে আমি কারও না কারও মৃত্যুসংবাদ নিয়ে ঘুমুতে যাই। আমার দুপুর কাটে অনিঃশেষ দীর্ঘশ্বাসে আমার বিকেলগুলো সুগভীর মনস্তাপে ভরা সন্ধ্যারা গভীরতর বেদনা ছুঁয়ে ছুঁয়ে যায়। আমি কারও আশা পূরণ করতে পারিনি আমার একটি দিন যেন আলোহীন একটি আলোকবর্ষ আমার কোনো সাধ নেই, সাধ্য নেই, কেবল আছে ভালোবাসার অনন্ত পিপাসা। পৃথিবীর সবচেয়ে মোহন, সবচেয়ে প্রিয় শব্দের নাম বিরহ। আমার জীবনে কোনো আরোগ্য নেই, শুশ্রূষা নেই এক অজেয়, অজ্ঞেয় জীবনযাপন করছি আমি আমাকে কী দেবে হে অমৃতের সন্তান? কতটুকু দেওয়ার আছে তোমার? মানব তুমি এতটা নিঃস্ব কেন হলে? এতটা পরাধীন? আমার রাতগুলো, দিনগুলো কী দুঃসহ যন্ত্রণায় কাটে কী গভীর বেদনার ভার বয়ে চলি অবিরত, আমার চোখের কান্না শুকিয়ে গেছে বুকে কেবল রক্তক্ষরণ, নিজের সঙ্গে নিজের যুদ্ধ মানুষের শুদ্ধতার পাঠ আমার জানা নেই আমি তিলে তিলে মৃত্যুকে আলিঙ্গন করি জীবনকে কাছে ডাকি, ‘আয় আয়’—সে আসে না। মৃত্যু—চড়ুই পাখির মতো ফুড়ুৎ করে উড়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।