পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ এনডিটিভি নিয়মিত বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে রিপোর্ট করে, এ থেকেই বুঝা যায় বাংলাদেশের উপর তাদের বেশ ফোকাস আছে। ফলে বাংগালিরাও তাদের ওয়েব সাইটে গিয়ে বেশ কমেন্ট করে, এর থেকে স্পষ্ট হয় যে বাংলাদেশে তাদের বেশ পাঠক ও আছে। কিন্তু, বাংলাদেশের সমুদ্র জয়ের মত বড় বিষয় নিয়ে তাদের কোন নিউজ দেখলাম না অথচ একই দিনে তারেক রহমান শেখ হাসিনার উপর বোমা নিক্ষেপের চেষ্টা চালিয়ে ছিল সেটা খুব ভাল করে ছাপিয়েছে যেটি বাংলাদেশ পত্রিকা গুলোতে দেখলাম না। Click This Link আজ তারা টাংগাইলের একটি পতিতালয় নিয়ে বেশ বড় করে রিপোর্ট ছেপেছে, কিন্তু কেন?? Click This Link কেন অন্য একটি দেশের পত্রিকা অপর একটি দেশের কেবল নেগেটিভ রিপোর্ট গুলোই করবে? তাদের দেশেও তো হাজার হাজার পতিতালয় আছে, সেগুলো নিয়ে এক এক রিপোর্ট কর, তারপর না হয় অন্য দেশেরটা নিয়ে চিন্তা কর। আমি খবরটি মূছে ফেলার জন্য ইমেইল করেছি, আপনারাও করতে পারেন। সাথে এটা পড়তে পারেন.. Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।