এখানে রাতে – সুখেরাও হয় নিষ্ঠুর , ধরে পিশাচের রং কোথাও ছিঁড়ে ছিঁড়ে যায় বুঝি হৃদ হৃদয় অচর্চায় ধরে যায় জং । এখানে রাতে – কুকুরেরা কিনে খায় মরা হৃদয়ের আবরন হৃদ-লাশেরাও শুধু বাঁচার তাগিদে নিয়ত পশুর থাবা করছে বরন । এখানে রাতে – পরিনতি বেয়ে নিচে নামা - সেইসব লাশ ছেঁড়া , জং – সেলাই , পালিশ করে আরও একবার – বাচিবার যেন , নেই অবকাশ !!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।