টু হার, ডেথ ইজ কুয়াইট রোম্যান্টিক, শি ওয়্যারস অ্যান আয়রন ভেস্ট; হার প্রফেশন ইজ হার রিলিজিয়ন, সীন ইজ হার লাইফলেসনেস । ।
শিপ্রা বসু (১৯৪৫ - ২০০৮) ছিলেন হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতের একজন নামী শিল্পী। অসাধারণ কারুকার্যময় সুরেলা কণ্ঠের সুবাদে উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি, ঠুমরী, গজল, দাদরা'র জন্য তিনি সমধিক বিখ্যাত ছিলেন। তবে বাংলা রাগাশ্রয়ী গানে তাঁর অবদান সর্বাধিক।
১৯৪৫ এ কোলকাতার এক সঙ্গীতমনস্ক পরিবারে তাঁর জন্ম। কৈশোরে তাঁর সঙ্গীতে হাতেখড়ি হয় সঙ্গিতাচার্য চিন্ময় লাহিড়ী'র কাছে। সঙ্গীতের প্রতি তীব্র অনুরাগ ও সাধনার শুরু সেই থেকে। এরপর তিনি লখনউ ঘরানায় সামিল হয়ে বিদুষী বেগম আখতারের কাছে ঠুমরী ও গজলের তালিম নেন। পরবর্তীকালে বেনারস ঘরানার ন্যায়না দেবী'র কাছেও সঙ্গীত শিক্ষা করেন।
তবে উচ্চাঙ্গ সঙ্গীতে তাঁকে মূল তালিম ও পৃষ্ঠপোষকতা দেন, পণ্ডিত রবি শঙ্কর।
উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে আধ্যাবসায় ও ভারতব্যাপী সঙ্গীতানুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকলেও, তারই ফাঁকে শিপ্রা বসু বাংলা রাগাশ্রয়ী ও বৈঠকি গানে চিরস্মরণীয় অবদান রেখে চলেন। বিদুষী দীপালী নাগের রেখে যাওয়া শুন্যতার অনেকটাই তিনি পূরণ করতে সক্ষম হয়েছিলেন বলা চলে। তবে ২০০৮ এ তাঁর অকাল মৃত্যু সেই শূন্যতাটিকে যেন আরও বেশী বাড়িয়ে তুলেছে।
আজ শিপ্রা বসুর স্মরনে নিবেদিত হচ্ছে তাঁর কুড়িটি কালজয়ী আধুনিক ও রাগাশ্রয়ী বাংলা গান।
শিপ্রা বসু - কালজয়ী আধুনিক গান - মনের দুয়ার খুলে
০১ মনের দুয়ার খুলে কে (১৯৬৯)
- প্রনব রায় / রবীন চট্টোপাধ্যায়
০২ ভালোবেসে ব্যথা সহিব কেমনে (১৯৬৯)
- প্রনব রায় / রবীন চট্টোপাধ্যায়
০৩ আহা মন কেমন করে (১৯৬৬)
- লক্ষ্মীকান্ত রায় / হিমাংশু বিশ্বাস
০৪ আমি গেরুয়া ধূলিতে (১৯৬৬)
- শান্তি ভট্টাচার্য / হিমাংশু বিশ্বাস
০৫ ও বাঁশি জানে (১৯৬৫)
- সুনীলবরণ / নিখিল চট্টোপাধ্যায়
০৬ এই মন অকারণ (১৯৬৫)
- সুনীলবরণ / নিখিল চট্টোপাধ্যায়
০৭ আমার বাদল দিন (১৯৬৯)
- ভবেশ গুপ্ত / রবীন্দ্র জৈন
০৮ আহা কে রঙ্গ করে গেল (১৯৬৯)
- ভবেশ গুপ্ত / রবীন্দ্র জৈন
০৯ এ ভাঙা বসন্ত বেলায় (১৯৭২)
- গৌরীপ্রসন্ন মজুমদার / নচিকেতা ঘোষ
১০ আমার সাদা রঙটা নাও (১৯৭২)
- গৌরীপ্রসন্ন মজুমদার / নচিকেতা ঘোষ
১১ ওগো হৃদয় রতন (১৯৭৭)
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ / হেমন্ত মুখোপাধ্যায়
১২ ব্যথা কিছু ছিল না তো (১৯৭৫)
- শান্তি ভট্টাচার্য / অনুপম ঘটক
১৩ শোনো কথা আজি এ রাতে (১৯৭৫)
- গৌরীপ্রসন্ন মজুমদার / অনুপম ঘটক
১৪ আমি শুনেছি তার চরণধ্বনি (১৯৭৬)
- অজয় ভট্টাচার্য / হেমন্ত মুখোপাধ্যায়
১৫ আমার কবার মরণ হবে বল (১৯৭৭)
- পুলক বন্দ্যোপাধ্যায় / হেমন্ত মুখোপাধ্যায়
১৬ কাছে আসার মত কাউকে পেলে (১৯৭৭)
- পুলক বন্দ্যোপাধ্যায় / হেমন্ত মুখোপাধ্যায়
১৭ বাঁশুরিয়া জানে গো জানে (১৯৯০)
- সুনীলবরণ / সুকুমার মিত্র
১৮ জোনাকি চায়না জোছনা (১৯৯২)
- সুনীলবরণ / সুকুমার মিত্র
১৯ ফুলের ব্যথা কে পারে বুঝিতে (১৯৯১)
- অমরশঙ্কর ভট্টাচার্য / অজয় চক্রবর্তী
২০ ঘুম আসে না দুচোখে আমার (১৯৮৫)
- অমলেন্দুবিকাশ করচৌধুরী / অমলেন্দুবিকাশ করচৌধুরী
কোয়ালিটি : ১২৮ কেবিপিএস এমপি৩
ফাইল সাইজ : ৬৪ মেগাবাইটস
ডাউনলোড : শিপ্রা বসু - মনের দুয়ার খুলে
পূর্বশর্ত : ডাউনলোড করতে হলে ফোরশেয়ারড -এ অ্যাকাউন্ট থাকতে হবে। অত্যন্ত সহজেই এই অ্যাকাউন্ট করা যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।