আমাদের কথা খুঁজে নিন

   

আজকের ম্যাচে অনেকের পাকিস্তান দল সমর্থন এবং ............

ব্যক্তিগতভাবে ক্রিকেটে আমি পাকিস্তান দলকে সমর্থন করি সবসময় (বাংলাদেশের ম্যাচ বাদে)! সম্ভবত আমি যখন বড় হয়েছি তখন ওয়াসিম আকরাম, সাঈদ আনোয়ার, সাকলাইন মুশতাক এদের খেলাই ছোটবেলা থেকে "পাকিস্তান ক্রিকেট দল" সমর্থন করার পেছনে আমার বড় কারণ! একটু বড় হবার পরে থেকে ঠিক এই কারণেই আমার নিজের উপর এক ধরনের রাগ লাগে। কেন আমি পাকিস্তান সমর্থন করি? চাই সমর্থন না করতে! কিন্তু পারি না! অজানা কোন কারণে পাকিস্তানের খেলায় মনের ভিতর থেকেই এক ধরণের সমর্থন চলে আসে!! কিন্তু নীতির প্রশ্নে মনের ভিতর ঢুকে যাওয়া এই স্বয়ংক্রিয় সমর্থন কে মানতে পারি না! আমি আমার "পাকিস্তান সমর্থনকে" সমর্থন করি না! এজন্যে নিজের প্রতি লজ্জা হয়! যারা ওই নীতির প্রশ্নে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করেন না, তাদের অনেককে দেখলাম আজ নীতি বাদ দিয়ে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানকে সমর্থন করছেন! তাতে নাকি বাংলাদেশের লাভ! কেন ভাই??!!! নীতি বিসর্জন দেয়া কেন??!!! যারা পাকিস্তানকে সমর্থন করেন না তার পেছনে একটাই কারণ ১৯৭১! সেই নীতিতে অটল থাকুন না!! আর আমাদের বাংলাদেশ জাতীয় দলের প্রতি বিশ্বাস রাখুন! আমরা বরং এইভাবে চিন্তা করি। আজ ভারত-পাকিস্তান যেই জিতুক, কাউকেই সমর্থন করি না! আমাদের কিচ্ছু যায় আসে না! আমরা শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নিজ যোগ্যতায় ফাইনাল খেলব! কেন আমাদের পাকিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে??!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।