আমাদের কথা খুঁজে নিন

   

১৮ মার্চ ২০১১ এর কবিতা

১৮ মার্চ ২০১১ এর কবিতা আজম মাহমুদ একখন্ড ভাসমান মেঘের বিনিময়ে তুমি দিয়েছো শ্রাবণের অবিরাম জলবৃষ্টি কিভাবে ভাবলে আমি তোমাকে খালি হাতে ফিরে যেতে দিবো? জীবনের বিনিময়ে তুমি দিয়েছো মৃত্যুর কষ্টকে ভুলে যাওয়ার অমোঘ মন্ত্রাবলী, তোমাকে ছাড়া আমার কবিতারা পরিপূর্ণ হবে কি করে? সমুদ্র অপার, নদীর চলার কোন উদ্দেশ্যই হয়তো নেই। আর... আমার কবিতার প্রতিটি শব্দ তোমার দিকে মুখ ফেরানো- আমি আজ সবিশেষ শুধু তোমার কবি। ২৪.০৩.২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।