আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়া বাজারে আনলো এনড্রয়েড+উইন্ডোজ= এনড্রজ


নকিয়া এটা কি এনড্রয়েড বানাইলো না কি  উইন্ডোজ বানাইলো????? না কি ওগোর জাতের মাথা বানাইলো?????
কত আশা করলাম নকিয়া এনড্ররয়েড এর মধ্যে সব চাইতে ভাল শেট বানাইবো আর বানাইলো কি না  এনড্রজ।
লিঙ্ক দিলাম ইউটুবের একটু কষ্ট করে দেখে নেন নকিয়ার  এনড্রয়েড+উইন্ডোজ=এনড্রজ   http://www.youtube.com/watch?v=_pdTuFWbcNI 
হারে নকিয়া এমন ফালতূ শেট বানাইয়া ওরা কি এনড্রয়েড এর বাজার ধরতে পারবো????????
নকিয়া X & X+ ক্যামেরা দিছে ৩ মেগা আর র‍্যাম দিছে ৫১২ এমবি।XL দিছে ৫ মেগা ক্যামেরা আর ৭৬৪ এমবি র‍্যাম। full specifications পেতে এই লিঙ্কে যেয়ে দেখতে পারেন http://www.gsmarena.com/nokia_x_a110-6067.php
আবার প্লেস্টোরে ডুকা নাকি যাবে না।এটা কোন কথা এনড্রয়েড ফোন আর প্লেস্টোরে ডুকা যাবে না?????????
হে হে হে  এ রকম ফালতু শেট বানাইয়া ধরা যে খাইবো এটা নিশ্চিত।নকিয়া পাগলারা ছাড়া কেউ এই শেট কিনবো?????? মনে হয় না। উইন্ডোজ এর মত শেট বানাইয়া কোন সাহশে ওরা এইটারে এনড্রয়েড কয়?????
এত দিন সবাই কত আশা নিয়া কত টিউন করছে আর আমরা কতো আশা নিয়া পড়ছি।সব আশা শেষ করে দিল নকিয়া।
কে কে এমন ফালতু শেট কিনবেন আওয়াজ দেন।নাকি কিন বেন না???????  নকিয়া লাভার রা আমার টিউন পরে কষ্ট পেলে আমি আগে থেকে sorry.

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১২ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।