রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার সকাল আটটা ৫৬ মিনিট ১০ সেকেন্ডে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী শাহনাজ আক্তার প্রথম আলো অনলাইনকে বলেন, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ঢাকা থেকে ২১ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে দোহারের কাছাকাছি।। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৭ কিলোমিটার। ঢাকা, টঙ্গী, কুমিল্লা ছাড়াও কলকাতায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।