আমাদের কথা খুঁজে নিন

   

হ্যামিলটন টেস্টে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা

ডেস্ক রিপোর্টার। ঢাকা, ১৭ মার্চ দক্ষিণ আফ্রিকার বোলারদের দুধর্ষ বোলিং আক্রমনে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারালো স্মিথ বাহিনী। এই সিরিজ জয়ের ফলে ৩ টেস্ট সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। হ্যামিলটনে দ্বিতীয় টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ১৮৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক ম্যাককালাম ৬১ ও টেইলরের ৪৪ রানের ইনিংস ছাড়া কিউইদের আর কোন ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি।

আফ্রিকার ফিলেন্ডার ৭০ রানে ৪ উইকেট তুলে নেন। জবাবে ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নামা আফ্রিকানরা এ বি ডি ভিলিয়ার্সের ৮৩ ব্যাটিং নৈপুন্যে সব’কটি উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের হয়ে গিলেস্পি ৫৯ রান ৫ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে ৬৮ রানে পিছিয়ে থাকা কিউইরা দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানেই সব’কটি উইকেট হারিয়ে গুটিয়ে যায়। টপ-লোয়ার অর্ডার ব্যাটসম্যনরা আফ্রিকান বোলারদের কাছে নিরব আত্মসমর্পন করলেও মিডল অডার্রে খেলতে নামা উইলিয়ামসন-ভেট্টরি কিছুটা রানের চাকা সচল রাখার চেষ্টা করেন।

উইলিয়ামসন ১৯৩ বল খেলে ৭৭ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার ফিলেন্ডার ৪৪ রানে ৬ উইকেট শিকার করেন। জবাবে, ১০১ রানের টার্গেট তাড়া করতে নামা আফ্রিকানরা ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। স্মিথ ৫৫ ও আমলার ৪৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ১৯.৫ ওভারে ১০৩ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করেন স্মিথ বাহিনী। নিউজিল্যান্ডর ব্রেসওয়েল ১৪ রান দিয়ে পিটারসেনের উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: প্রথম ইনিংস ১৮৫/১০, দ্বিতীয় ইনিংস ১৬৮/১০ সর্বোচ্চ রান: ম্যাককালাম ৬১, উইলিয়ামসন ৭৭ সর্বোচ্চ উইকেট: গিলেস্পি ৫৯/৫, ব্রেসওয়েল ১৪/১ দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস ২৫৩/১০, দ্বিতীয় ইনিংস ১০৩/১ সর্বোচ্চ রান: ভিলিয়ার্স ৮৩, স্মিথ ৫৫* সর্বোচ্চ উইকেট: ফিলেন্ডার ৭০/৪, ফিলেন্ডার ৪৪/৬ ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ: ফিলেন্ডার ইনিউজ/এসইউ/১১.৪০ঘ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।