বিশ্বাস অনেক বড় জিনিস.......... অনেকেই অনেক রকম এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন। আবার একেকটির এক এক নিয়ম কানুন। আমার সবসময়ে পছন্দের ইসেট নোড ব্যবহার করে আসছি ২০০৭ থেকেই। ইসেট নিয়ে অনেক পোষ্টও পেয়েছি সামুতে। কেউ পাসওয়ার্ড দিয়ে সাহায্য করেছেন কেউ পাসওয়ার্ড ছাড়াই কিভাবে সেটা ব্যবহার করতে হয় সেটাও।
আমিও আপনাদের জানাবো পাসওয়ার্ড ছাড়াই কিভাবে ইসেট ব্যবহার করবেন। আশা করি আপনাদের ভাল লাগবে। না লাগলে ক্ষমাপ্রার্থী আগেই।
কি? ইসেট নোড নেই?? তো এত দিন নেটে কি করেন? যান গুগুল মামার কাছে যান। ডাউনলোড করেন।
ততক্ষনে আমি একটা গান শুনে নেই।
আমার সোনার বাংলা - জেমস
ডাউনলোড হয়ে গেছে? এখন ইসস্টল করে নেন। শুরুতেই কিন্তু আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। দিবেন না খবরদার। কাজ শেষ না হওয়ার আগে কোন খানাফিনা নাই।
Set update parameters later এ ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে ইনস্টল সম্পুর্ন করুন।
শেষ?? এবার যদি রিস্টর্ট চায় তা করেন, না চাইলে নাই।
এবার ইসেট উইন্ডোটা খুলুন। নীচে display: Advanced mode - Change এ ক্লিক করুন। এখন সেটাপ এ যান, অথবা F5 press করুন।
যে উইন্ডোটা আসবে সেখানে বাম পাশে Antivirus antispyware থেকে On-demand computer scan পর্যন্ত
সবগুলো অপশন একটা একটা করে খুলে সবগুলোতেই যেখানে যেখানে সেটাপ পাবেন
সবগুলোই ওপেন করে Cleaning > Strict cleaning Full করে ওকে করে দিন। নীচের ছবিটা দেখুন।
এতক্ষন যেসব কথা বল্লাম সেসব ছোট বাচ্ছারাও পারে। তারপরও বল্লাম একটু ক্লিয়ার হওয়ার জন্য। মাইন্ড করেন কেন?
এখন আসুন আসল কাজে।
এন্টিভাইরাসের আসল কাজই হচ্ছে আপডেট করা। সেটা না হলে আপনি যত বড় এন্টিভাইরাসই ইনস্টল করুন না কেন কোন কাজ হবেনা। ইসেট আপডেট করার জন্য অনেকেই ইউজারনেম আর পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। অনেক সময় সেসব পাসওয়ার্ডও কাজ করেনা ঠিক মতো। তো?? এসব ঝামেলা থেকে উত্তরনের উপায় কি?
চলেন পাসওয়ার্ড ছাড়াই আপডেট করি।
সেটা কিভাবে? তাহলে চলে যান Update option এ । Edit যান।
এডিটে ক্লিক করার পর নীচের ছবির মতো আসবে সেখানে Update servers: এ নীচে দেয়া লিঙ্কগুলো থেকে যে কোন একটা কপি করে পেষ্ট করে এ্যাড করে OK করে দিন।
(এখানে উল্লেখ্যযে নোড ৩২ ভার্শন ৫ এ এডিট বাটনটা হিডেন থাকে। ) এবার আপনার কাজ শেষ।
ওকে করে বেরিয়ে আসুন। নেট কানেক্ট করুন। আপডেট করুন। আর পাসওয়ার্ডের গুষ্টি কিলান।
আপডেট সার্ভার লিঙ্কসমুহ।
নীচে দেয়া হলো।
http://93.191.14.64:18002/eset_upd/
http://77.37.150.21/eset_upd/
http://178.130.17.142/eset_upd/
আরো আছে, আপাতত এগুলো দিয়ে কাজ চালান।
পোষ্টটি শচিনের সেঞ্চুরীকে ম্লান করে দেয়া বিজয়ী টাইগারদের প্রতি শ্রদ্ধাস্বরুপ উৎসর্গ করলাম। এগিয়ে যাও বাংলার দামাল ছেলেরা, আমরা আছি তোমাদের সাথে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।