আমি শুনতে পাই লক্ষ কোটি ফিলিস্তিনীর আর্তনাদ...হাহাকার সাকিবের আউট মোটেও হয় নাই, বেনিফিট অব ডাউট সবসময় ব্যাটসম্যান পায়!! ওই আউট দিয়া ভারতরে জিতাইতে চাইসিল!!!! তাও পারে নাই!! আহারে!!!!
খেলা চলার সময় ইন্ডিয়ান মিডিয়াতে শচীনকে নিয়ে খুব আহা উহু হচ্ছিল, যখন এন ডি টিভিতে শচীনরে নিয়া আহা উহু করছিল ঠিক তখনই বাংলাদেশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। শেষ চার মেরে জিতে যাবার পর অই চ্যানে্ল ঘুরিয়ে দেখলাম তখনও শচিনরে নিয়ে আহা উহু চলছিল।
মনে করেছিল ইন্ডিয়া তো জিতেই যাচ্ছে। শ্রিশান্ত সেখানে খুব মুড নিয়ে লাইভ সাক্ষাতকার দিচ্ছিল, কিন্তু হারার পরেই তার মুখ চিমসানো আলুর মত হয়ে যায়। এর একটু পরে সেখানে অন্য অনুষ্ঠান শুরু হয়ে যায়।
ব্যাপক মজা পাইসিলাম।
এই জয় নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়াতে তাচ্ছিল্য করা হবে, সেখানে অনেক উগ্র দর্শক কুরূচিপূর্ন মন্তব্য করবে, কিন্তু আমি বলব আপনারা সেটার উত্তর দিতে যাবেন না। কারন যার মন নোংরা তারা নোংরামি করবেই। আমরা বাংলাদেশের মানুষ, ওরা কি বলল তাতে কি আসা যায়?? অইসব ফালতু মিডিয়া কি বলল তা কি আসা যায়??
এই ম্যাচ থেকে একটা বিরাট শিক্ষা গ্রহন করলাম। বিপদ যতই বড় হোক না কেন, বাঁধা যতই আসুক না কেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে, সম্মিলিত ভাবে রুখে দাঁড়িয়ে তা মোকাবেলা করে সেই বাঁধা ভেঙ্গে ফেলা যায়।
আমাদের দেশের উপর বিদেশী শক্তি যতই আগ্রাসী হোক না কেন, আমরা ১৫ কোটি মানুষ সম্মিলিত ভাবে রুখে দাঁড়াই তাহলে তারা লেজ গুটিয়ে পালাবে।
পরিশেষে বলতে চাই, "সাবাস বাংলাদেশ...সাবাস বাংলাদেশ, একসাথে করিব মোরা হায়নাদের নিঃশেষ"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।