মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! নারীও ছায়ার মতো --------------------- ডঃ রমিত আজাদ তুমি কি ছায়া দেখেছো? আলো আঁধারীর খেলায় ফুটে ওঠা ছায়া? কেমন পিছুপিছু হেটে যায় তোমার সাথে, বাতাসে দোল খাওয়া বুনো বেতের মতো দোলে, তোমার দোল খাওয়া শরীরের সাথে। আর ঝট করে তুমি দাঁড়িয়ে পড়লে, সেও থমকে যায় তোমার সাথে। অটল, অবিচল, এক চুলও নড়বে না কিন্তু! ছুটে পালাতে চাও? পালাও তো দেখি কেমন পারো? তোমার পিছু নেবে ছায়া, কিছুতেই ছাড়বেনা। চোখ বন্ধ করলেও স্পষ্ট দেখতে পাবে তার অবয়ব। ওহ্ কি জ্বালাতন এই ছায়াটাকে নিয়ে!, অষ্টপ্রহর আমার পিছু পিছু ছোটে! মুক্তি পেতে চাও ওর কাছ থেকে? তোমাকে একটা ট্রিক শিখিয়ে দেই। ওকে ফলো করো, পিছু নাও ওর। কি দেখলে? কেমন ছুটে পালাতে চায় ছায়া তোমার কাছ থেকে! জেনে রেখো, নারীও ছায়ার মতো। যদি তুমি পালাতে চাও তার কাছ থেকে, সে তোমার পিছু নেবে। যদি তুমি পিছু নাও তার, সে ছুটে পালিয়ে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।