যখন আমি কোন সমস্যায় পড়ি তখনি এখানে লিখি সারা জীবন ফকি দিয়ে এসেছি। যার পরিনাম এখন ভোগ করছি।
হাই হ্যালোর পর আর কোন কথা ইংরেজীতে বলতে পারিনা।
কিন্তু আমাদের জীবন যাত্রায় এর প্রভাব এতই যে এটি ছারা গতি নেই।
আবার আমার মাথাও যথেষ্ট দুর্বল।
ইংরেজীর মত একটি ভাষাকে এভয়েড করে এই বাংলাদেশে জীবনে উন্নতি করা সম্ভব না। যদিও আমরা বাংলার জন্য প্রান দিয়েছি।
ইংরেজী যে কত জরুরি সেটার সবচেয়ে সবচেয়ে ভাল উদাহরন হল যে আমদের হাইকোর্ট যদিওবা বাংলাকে সব জায়গায় ব্যাবহার করতে বলেছেন। কিন্তু সেটা বলার জন্যও বাংলা ভাষা ব্যাবহার করতে পারেননি।
সেখানেও ইংরেজী।
তাই আমার মনে হয় না যে আমি ইহ জীবনে আর বাংলার ব্যাবহার দেখে যেতে পারব। আর বাংলা ছারা আবার আমার প্রতিভার বিকাশ হওয়ার ও কোন সম্ভাবনা নেই।
অনলাই আর্নিংয়ের দিকে ইদানিং মনযোগ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু সেখানে তো ইংরেজী ছারা এক ধাপও অগ্রসর হওয়ার কোন উপায় নেই।
কিন্তু আমি ইংরেজীতে যে কেমন দক্ষ সেটা আগেই বলেছি।
তাই ভাবতেছি যে এখন ইংরেজীর দিকে মনযোগ দিব।
কিন্তু শুরু করার বিন্দুটাই খুজে পাচ্ছি না।
কি যে করি? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।