আমাদের কথা খুঁজে নিন

   

সারমেয়রা যতই ঘেউ ঘেউ করুক হাটুর উপরে কামড়ানোর যোগ্যতা কখনো্ই অর্জন করতে পারেনা।

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি সারমেয়দের ধর্ম ঘেউ ঘেউ করা। কিছু করতে পারুক বা না পারুক ঘেউ ঘেউ করবেই। তবে যথাসময়ে একটা ঠেঙ্গানী খেলে ঠিকই লেজ গুটিয়ে পালায়। তবে সারমেয়রা যদি কখনো কাউকে উত্তেজনাবসে কামড়ানোর মতো সাহস দেখায় তবে সে কামড় কখনোই কোন মানুষের হাটুর উপরে ওঠেনা। কুকুর কামড়ালে সবসময় হাটুর নিচেই কামড়ায়।

কারন সারমেয়রা যতই ঘেউ ঘেউ করুক হাটুর উপরে কামড়ানোর যোগ্যতা কখনো্ই অর্জন করতে পারেনা। কিছুক্ষন আগে এক জন দুই লাইনের এক শিরোনামের পোস্ট দিয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। তাকে কেউ ঠেঙ্গানী দিতে পারে এই ভয়ে "লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না" সাইনবোর্ড লাগিয়েছেন। স্কিনসর্ট এখানেঃ তার পোস্টের শিরোণামঃ ভাদা ভাকু কুত্তালীগ হাম্বালীগ কই.. সবাই পলাইছ কেনো? তোমাদের আম্মাজানের প্রতি জনগনের রায় দেখে যাও ( ( তিনি অপর এক ব্লগারের লিংক সংযুক্ত করে পোস্ট দিয়ে ভাগাড়ে পালিয়েছেন। আমি তার প্রতিবাদ করতাম না হয়তো, কারণ মানুষ বুদ্ধিমান জীব, অযথা কারো সাথে ঝগড়া বিবাদে জড়াতে চায়না, নিজেকে নিরাপদ রাখতে সবসময় মানুষ হিংস্র প্রাণীদের থেকে দূরে থাকে।

তবে যেহেতু তার পোস্টে উল্লেখ করা সংশ্লিষ্ট পোস্টে লিংক দেখুন> সামু জরিপঃ ২৯ মার্চ বিএনপির হরতাল আহব্বান যৌক্তিক বলে মনে করেন কি? আমি মন্তব্য করেছিলাম সে হেতু নিজের দ্বায়বদ্ধতা থেকে এই পোস্ট দিতে উদ্বুদ্ধ হলাম। আমার বক্তব্য হলোঃ বিরোধী দলীয় নেত্রী দৃঢ়তার সাথে বলেছেন, "জনগণ সরকারের সবধরনের বাধা উপেক্ষা করে স্বতঃস্ফূতভাবে ঢাকা চলো কর্মসূচী সফল করেছে" তাই বিএনপির এই কর্মসূচী সফল। তা হলে এই নেত্রী কোন ইস্যুতে আগামী ২৯ তারিখ হরতাল ডেকেছেন ? আর যারা হরতালের পক্ষে হ্যাঁ বলেছেন তাদের কাছে জিজ্ঞাসা কেন এই ইস্যু বিহীন হরতালের পাক্ষে তারা? ঢাকা চলো কর্মসূচী যদি সফল হয়েই থাকে তা হলে জনগণতো বিএনপির পক্ষেই আছে, নির্বাচনে বর্তমান সরকারের পতন হবে তা হরে কেন এই হরতাল দিয়ে সেই জনগণকে কষ্টে ফেলবেন যারা আপনার কর্মসূচীকে সফল করলেন? এর উত্তর যদি না দিতে পারেন তা হলে আবারও ঘৃনা ভরে "না" উচ্চারণ করছি হরতালের বিরুদ্ধে। সুতরাং আসুন আমরা ইস্যুবিহীন এই অযাচিত ও অপ্রত্যাশিত হরতালকে না বলি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।