আমি একজন সাধারন মানুষ। যে কোন ওয়েব পেজ পিডিএফ আকারে সংরক্ষণ করুন সহজেই!! অনেকই সামু সহ বিভিন্ন ওয়েব পেজ অফ লাইনে পড় বা সংরক্ষণ করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেন। আজ আমি সামুর যেকোন পোষ্ট বা যেকোন ওয়েব পেজ পিডিএফ আকারে সংরক্ষণ করার পদ্ধতি দেখাব। প্রথমত, পিসিতে adobe acrobat reader ইনস্টল করে নিতে হবে। এর পর যেকোন ওয়েব পেজ লোড হবার পর Ctrl + p চাপুন। তবে অবশ্যই প্রিন্টারের পিসির সংযোগ থাকলে তা বিচ্ছিন্ন করে নিতে হবে। Ctrl + p চাপার পর নিচের মত একটি বক্স আসবে.. বক্সটির নেইম এর জায়গায় এডোব পিডিএফ না থাকলে সিলেক্ট করে দিতে হবে এভাবে এবার ওকে করার পর ফাইল সেভ করার লোকেশন দেখিয়ে সেভ করলে ওয়েব পেজটি পিডিএফ আকারে সংরক্ষিত হয়ে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।