আমাদের কথা খুঁজে নিন

   

একটি গানিতিক ধাধা, সমাধান করার পর নির্মল আনন্দ পেয়েছি।

একবার রাজাকার মানে চিরকাল রাজাকার ; কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয় । ২০০৪ সালে একটি পরীক্ষার আগের রাতে ধাধাটি পত্রিকায় পেয়েছিলাম। সমাধান শেষ করার আগে পড়তে বসতে পাড়িনি। সঙ্গতকারনেই পরীক্ষা খুব বেশি ভাল হয়নি। তবুও ধাধাটি সমাধান করার পর চরম আনন্দ পেয়েছিলাম। দেখুনতো আপনারা আনন্দ নিতে পারেন কিনা। ধাধা: ধরো তোমার কাছে ১২ টি একই আকৃতি ও একই রংয়ের বল রয়েছে। এর মধ্যে একটি ওজনে ভিন্ন ( অন্যগুলোর চেয়ে কম বা বেশি )। একটি দাড়িপাল্লা (বাটখারা ছারা) দিয়ে মাত্র ৩ বার ওজন করে ভিন্ন বলটি বের করতে হবে এবং বলতে হবে বলটি ওজনে কম না বেশি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.