জাহাজের খবর লই না। আমি oDesk এর নুতন contractor. কোন কাজ এখনো করা হয় নি। কিন্তু আজ কে একটা অফার আসছে। কিন্তু বুজতেছি না কাজটা করা ঠিক হবে কি না। কারন টা হচ্ছে client or employer এর পেমেন্ট মেথড verified না।
আরেকটু বলি, ওদের ওয়েবসাইটে বলা আছে মিনিমাম ২৫ ডলার না হলে টাকা পাওয়া যাবে না। ডাটা এন্ট্রি কাজ। ওরা আমাকে একটা মেইল করেছে সেখানে ওরা ওদের ওয়েব সাইটে র ঠিকানা দিয়েছে এবং রেজিস্ট্রেশন করতে বলেছে। তারপর মেইল রিপ্লাই করতে বলেছে। আমি বুজতেছি না আসলে আগানো থিক হবে কি না।
আপনাদের কারো অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন প্লিজ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।