আমাদের কথা খুঁজে নিন

   

Bangladesh : Brutally born & now dying.

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না। Society- তে বড় ১ টা Problem হচ্ছে প্রত্যেকটা জায়গায় ২/১ টা রাজাকার সবসময় থাকে। ১ টা অসভ্য জাতির নাম “ বাংলাদেশ”-২০১৩ “বেড়ে ওঠা ১ টা প্রক্রিয়া। সভ্যতা ১ দিনেই তৈরি হয় না। আজ হতে ৪/৫ শত বসর আগে যখন মানুষের মুক্তির মাধ্যমে সূচনা করা হয়েছিল সভ্যতার অগ্রযাত্রা ।

সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে অনেক জাতিই আছে, এ যাত্রায় সহযাত্রী হতে পারেনি। কিন্তু এটা কোন বার্থটা নয়। বার্থটা হচ্ছে ,যে যাত্রা টা শুরু হয়েছিল তাতে অংশগ্রহণ না করা। এ বার্থটার অনেকাংশে অনেকের মধ্যে অন্যতম বাংলাদেশ। আজ এতগুলো বছর পরেও এই ২০১৩ তেও বাংলাদেশ নামের ১ টা ভূখণ্ড সভ্যতার দরজায় ২ টা শব্দ করতে পারে নাই”।

১ টা অশিক্ষিত জাতির নাম “বাংলাদেশ”২০১৩ তোমার ঘরে অন্ধকার, আলো জ্বালাও ভাই। একটু চোখ মেলে দেখি তোমাকে । বহুদিন হয়ে গেল তোমাকে ছুয়ে দেখিনা। আজ একটু আদর করতে চাই। এসো আলিঙ্গন করি।

হটাত কোথা থেকে যেন দুরগন্ধের ঘ্রান তেড়ে আসে। গণ্ডগোল লেগে যায়। যখন থেকে মানুষ শিক্ষিত হতে শিখল ,তখন থেকেই মানুষ নক্ষত্র কে জয় করার সপ্নে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ক্রমশই। আর এ যাত্রায় আজ পৃথিবীর বহু জাতি এগিয়ে গিয়েছে অনেকদুর। কিন্তু এ পৃথিবীর ই কোন ১ টা অংশে বাংলাদেশ নামের ১ টা ভূখণ্ড ২০১৩ তে এসেও কৌয়ের ব্যাঙের মত ডুবে আছে ঘোলা পানিতে ।

শুধু শিক্ষিত হতে পারে নাই”। ১ টা নষ্ট আধুনিকতার নাম “বাংলাদেশ” ২০১৩ এক কাপ চায়ের মধ্যে কতটুকু চিনি হলে তাকে মিষ্টি বলা যায়। বুকের ওপরে ফুলে থাকা মাংসের থলথলে উথাল পাথাল ডেউ বন্ধ করার জন্নে ওড়নার প্রয়োজন হয় না। কারন এই উত্তেজনা ১ দিন সময়ের বাবধানে বন্ধ হয়ে যায়। এর থেকেও গুরত্তপুরন ব্যাপার হচ্ছে, বুকের ভেতরে যে হাড় ভাগাভাগি হয়ে আছে – তাকে কতটা সক্ত করে রাখা হয়েছে।

পুরুষের মুষ্টিবদ্ধ হাতের পাশে পুরুষ যদি নারীকে শক্তিশালী ভুমিকা পালন করতে সাহায্য করে তবেই না পুরুষত্ব। সারা পৃথিবীতে নতুন প্রজন্ম নতুন নতুন গবেষণা করছে,পৃথিবীকে আরও এক ধাপ সামনের দিকে। আর ২০১৩ তে বাংলাদেশ এর নব প্রজন্ম নষ্ট আধুনিকতায় দেশটাকে নিয়ে যাচ্ছে বারবার পেছনের দিকে । ১ টা ধরমান্ধতা অপর নাম “বাংলাদেশ” ২০১৩ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধর্ম চর্চা হচ্ছে। মুসলিম মসজিদে যাচ্ছে, ক্রিসটান চার্চে যাচ্ছে, হিন্দু মন্দিরে যাচ্ছে, কেউ কেউ আবার কিছুই করছে না।

কার ও সাথে নাই। আস্তিক নিজস্ব বিশ্বাসে তার ধর্ম কে লালন করে এগিয়ে নিয়ে যাচ্ছে। নাস্তিক ও তার বাক্তিগত ইচ্ছায় সামনের ই দিকে। পৃথিবীতে আজ পুরুষ নারিদের ছেড়ে পুরুষে পুরুষে ঘর বাধছে। নারী ১কাই থাকছে কিংবা বেছে নিচ্ছে তার ই সম্প্রদায়ের কাউকে ।

নুতুন নুতুন আইন করে মানব জাতির মুক্তি মানুষ নিজেরাই করছে। কেউ কাউকে আহত না করে! কিন্তু এক মাত্র সাউথ এশিয়ায় বাংলাদেশ নামক দেশটা তে এই ২০১৩ তেই চোখের সামনে ধোঁয়া আছে প্রত্তেকের কাছে ধরমান্ধতা। এই দেশটাতেই মৌলবাদ পৃষ্টার দুই পাশেই বিদ্যমান, আস্তিকতাতে এবং নাস্তিকতাতে ও । ১ টা নাশকতার অপর নাম “বাংলাদেশ” ২০১৩ একটা উদাহরন । সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্নে wall street প্রতিবাদ হল।

পুলিশ কাউকে এরেস্ট করছে, প্রতিবাদি দের রক্তাক্ত মুখ বিশ্ব উপলব্ধি করল। কিন্তু সকালের অফিস কেউ বন্ধ করলেন না কিংবা ১ ঘণ্টার জন্নে কোথাও কোন ট্রাফিক জ্যাম পর্যন্ত লাগল না। সকালের রোদে প্রেমিক তার প্রেমিকার কপালে চুমু দিচ্ছেন নিরভয়ে। অথছ বাংলাদেশ, ২০১৩ তে এসেও- দেশটির রাজনৈতিক/অরাজনৈতিক দলগুলি যা করছে তা নাশকতার শীর্ষতম অধ্যায়। সাধারন মানুষের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি কে বিপন্ন করছে লীগ , বি এন পি,জামাত- শিবির ,হেফাজতে ইসলাম, জাতীয় পার্টি,বাম, সুশীল সমাজ, পরবর্তী পর্যায়ের জাগরন মঞ্চ ।

আমরা কি এই “বাংলাদেশ” ছেয়েছিলাম,১৯৭১ পুরু পৃথিবীতে ১ টাই সুখী দেশ হবার কথা ছিল-“বাংলাদেশ” ১৯৭১ এর ৯ টা মাস। সেখান থেকে শুরু করে এ পর্যন্ত ২০১৩ তে এসে কি আমরা দেশটা নিয়ে একটা ধারনা জন্মগ্রহন করাব নিজেদের মধ্যে যে “বাংলাদেশ ১ টা pre-mature baby” । যার existence - অসভ্য, অশিক্ষিত, , নষ্ট, ধরমান্ধতা, নাশকতা ছাড়া আর কিছু হতে পারে না? উত্তর পারে? জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভাল। Society- তে বড় ১ টা problem হচ্ছে প্রত্যেকটা জায়গায় ২/১ টা রাজাকার সবসময় থাকে। এ ব্যাপারে ১ টা ইংরেজি প্রবাদ মনে পড়ে, Its not important what is the problem, the most important is how you solve the problem? আমার বাড়ির সামনের ২ শতক জমিতে যে ধান চাষ হল তা ভাঙ্গার পর যে চাল হবে তা আমার,তোমার বাড়ির সামনের ২ শতক জমিতে যে ধান চাষ হল তা ভাঙ্গার পর যে চাল হবে তা তোমার।

কিন্তু তোমার আর আমার দুজনেরই মনে রাখা উচিৎ যে ,চাল দুই ই রাষ্ট্রের। জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভাল। ১ টা baby যেখানে সেখানে জন্ম নিতে পারে। নিতে পারে জঙ্গলে ,মাতুর ঘরে কিংবা উঁচু তলাতে অথবা চমৎকার ১তা হসপিটালে। হতে পারে mature অথবা immature ,কি যায় আসে তাতে? এই মুহরতে ধরেই নিলাম সেই baby- আমার প্রিয় “বাংলাদেশ”।

তাকে পরিচর্যা করে বড় করে তোলা এবং তার জন্নে ১ টা সুন্দর পরিবেশ তৈরি করাই……… “কার দায়িত্ব”……………………… আর কিছু বলার নাই । তবু Society- তে বড় ১ টা Problem হচ্ছে প্রত্যেকটা জায়গায় ২/১ টা রাজাকার সবসময় থাকে। And finally, জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভাল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।