২ কোটি জনসংখ্যা অধ্যুষিত ঢাকাকে শাসন করা যদি একজন মেয়রের পক্ষে অসম্ভব হয় তবে নিশ্চিত ভাবে ১৬ কোটি মানুষকে শাসন করাও একজন প্রধান নির্বাহীর জন্য অসম্ভব বিষয়ই হবে! সম্ভবত বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যেখানে এত মানুষ একজন প্রধানমন্ত্রীর সরাসরি শাসনে শাসিত হয়! ঢাকাভঙ্গের পেছনে যদি উপরিউক্ত যুক্তিই কাজ করে তবে সমগ্র দেশের ক্ষেত্রেও একই যুক্তি খাটানো উচিত! সুতরাং জেনারেল এরশাদ ও অন্যান্যদের প্রস্তাব মত বাংলাদেশে বিকেন্দ্রীকৃত প্রশাসন তথা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রাদেশিক ব্যাবস্থা কায়েম করা হোক! প্রধানমন্ত্রী গতকাল ঢাকাভঙ্গের পক্ষে যেই যুক্তি দেখিয়েছেন তাকে মেনে নিয়ে এখন সবার উচিত এককেন্দ্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে বিকেন্দ্রীকরণ করে ফেডারেল প্রজাতন্ত্র তথা ৮টি অঙ্গরাজ্য (উত্তরবঙ্গ, বরেন্দ্র, জাহাঙ্গীরনগর, জাহানাবাদ, চন্দ্রদ্বীপ, জালালাবাদ, সমতট ও পাহাড়িকা) সৃষ্টির দাবী তোলা! অন্তত ঢাকাভঙ্গের চাইতে এটি হবে অনেক উত্তম ও যুগোপযোগী সিদ্ধান্ত, কারণ এতে করে দেশে ৮টি শাসনকেন্দ্র সৃষ্টি হবে যা ঢাকার উপর অধিক মানুষের চাপ কমাবে এবং নয়া নেতৃত্ব উঠে আসার সুযোগ হবে...!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।