নাজমুল ইসলাম মকবুল
ইশান কোনে কালনী
নাজমুল ইসলাম মকবুল
হলুদ সাংবাদিকের ঠেলায় দেশটা হলুদ হইয়াছে
জাতির বিবেক এই পেশাতেও ভেজাল ঢুইকাছে
ভাইরে ভেজাল ঢুইকাছে। ।
কোনক্রমে পাঠশালা পাশ মেস্তরি বা যোগালী
বেবি টেম্পুর ড্রাইভার হেলপার দিনমজুর ধোপা কুলী
রং মেস্তরী ঢোলী মালি সাংবাদিক নাম লাগাইছে। ।
থানার দালাল আদম পাচার হুন্ডি ব্যবসার কারবারী
টাউট বাটপার স্মাগলার কিংবা পরের জমি দখলকারী
সাংবাদিকের কার্ড লইয়া ভাই গলায় ঝুলাইছে।
।
শিা দীার দরকার নেই ভাই চাকরি দিতে পত্রিকায়
সম্পাদক আর মালিকেরা যাকে পান বিনা পয়সায়
বেতন ছাড়া কেমনে ওদের পকেট চলতাছে। ।
যারা দেশের দুর্নীতির ওই তুলে ধরবে খতিয়ান
তারা যদি দুর্নীতিতে রাখেন বিরাট অবদান
জাতি তখন ইশান কোনে কালনী দেখতাছে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।