আমাদের কথা খুঁজে নিন

   

ইশান কোনে কালনী

নাজমুল ইসলাম মকবুল ইশান কোনে কালনী নাজমুল ইসলাম মকবুল হলুদ সাংবাদিকের ঠেলায় দেশটা হলুদ হইয়াছে জাতির বিবেক এই পেশাতেও ভেজাল ঢুইকাছে ভাইরে ভেজাল ঢুইকাছে। । কোনক্রমে পাঠশালা পাশ মেস্তরি বা যোগালী বেবি টেম্পুর ড্রাইভার হেলপার দিনমজুর ধোপা কুলী রং মেস্তরী ঢোলী মালি সাংবাদিক নাম লাগাইছে। । থানার দালাল আদম পাচার হুন্ডি ব্যবসার কারবারী টাউট বাটপার স্মাগলার কিংবা পরের জমি দখলকারী সাংবাদিকের কার্ড লইয়া ভাই গলায় ঝুলাইছে।

। শিা দীার দরকার নেই ভাই চাকরি দিতে পত্রিকায় সম্পাদক আর মালিকেরা যাকে পান বিনা পয়সায় বেতন ছাড়া কেমনে ওদের পকেট চলতাছে। । যারা দেশের দুর্নীতির ওই তুলে ধরবে খতিয়ান তারা যদি দুর্নীতিতে রাখেন বিরাট অবদান জাতি তখন ইশান কোনে কালনী দেখতাছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.