আমাদের কথা খুঁজে নিন

   

নাম-স্বর্বস্ব দল এবং আম্লীগ

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। আসুন চেষ্টা করে দেখি "১৪ দলে" যে দলগুলো আসে, সেইগুলার কয়টার নাম আমরা জানিঃ ১। আম্লিগ ২। ওয়ার্কাস পার্টি -- মেননের দল ৩। জাসদ (ইনু) -- ইনুর দল ৪।

সাম্যবাদী দল -- দিলিপ বড়ুয়ার দল ৫। ৬। ৭। ৮। ৯।

১০। ১১। ১২। ১৩। ১৪।

এর মানে দাড়াচ্ছে ৫ থেকে ১৪ পর্যন্ত দলগুলোর নাম আমাদের জানা নেই। কারুর জানা থাকলে নীচে লিখে দিতে পারেন। আমি সেই নামগুলো মূলে পোস্টে যোগ করে দেব, ধন্যবাদসহ। এখন দেখি খালেদা জিয়া যা ১৬-দলীয় জোটের নাম ঘোষনা করেছেন, সেই জোটে কারা আছেঃ ১। বিএনপি ২।

জামায়াত ৩। ইসলামী ঐক্যজোট ৪। বিজেপি ৫। খেলাফত মজলিস ৬। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি ৭।

বাংলাদেশ কল্যাণ পার্টি ৮। জাগপা ৯। এনপিপি ১০। বাংলাদেশ ন্যাপ ১১। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১২।

এনডিপি ১৩। বাংলাদেশ লেবার পার্টি ১৪। বাংলাদেশ মুসলিম লীগ ১৫। বাংলাদেশ ইসলামিক পার্টি ১৬। ন্যাপ ভাসানী।

এর পরে আসুন একটা খবর পড়ি। Click This Link এখন বলেন আম্লীগের হানিফ সাহেবের মুখে কি এই কথা মানায়? আমাদের ধারণা উনি নিজেই উনাদের মূল ১৪ দলীয় জোটের সব দলের নাম বলতে পারবেন না। দুঃখের কথা হল, আমাদের রাজনীতিতে এইটাই স্বাভাবিক হিসাবে দেখা হয়। এবং আমরা এই দুই দলের একটিকে প্রতি পাঁচ বছর পর পর ভোট দিয়ে ক্ষমতায় আনি। এবং ব্লগে লিখেও জ্ঞান পাপীর মত এদেরকেই ভোট দিতে অন্যদের উতসাহিত করি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।