আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র- ছাত্রীরা কুমিল্লা বার্ড এ একটা এটাচমেন্ট (attachment) কোর্স সম্পন্ন করে চট্টগ্রাম ফিরছিলাম । বারইয়ার-হাট এবং মিরসরাই এর মাঝখানে ( জায়গার নাম সঠিক জানা নেই ) একটা রাজনৈতিক দলের সভা চলছিল । হঠাৎ করে কিছু ছেলে আমাদের দুটি বাস থামিয়ে ওঠার চেষ্টা করছিল । আমরা এতে সম্মতি না দেয়ায় ওরা বাসের সামনের গ্লাসে ইট মেরে গ্লাসটা ভেঙ্গে দেয় । বাসের লোকজন ভয়ে দরজা খুলে দেয় ।
তারপর হুড়মুড় করে ১২-১৫ জন ছেলে বাস এ উঠে আমাদের হুমকি দামকি দিতে থাকে । উল্লেখ্য আমাদের দুটি বাসে ছেলে মেয়ে মিলে প্রায় ১০০ জন ছিলাম । ওরা শিক্ষকসহ আমাদের শারীরিক ভাবে লাঞ্ছিত করতে থাকে । এক পর্যায়ে ওরা আমাদের সীট থেকে তুলে দিয়ে নিজেরা বসতে চায়। এটা কোন অবস্থাতেই সম্ভব ছিল না কারন আমাদের সাথে প্রায় অর্ধেক মেয়ে ছিল ।
ওরা গাড়ি থামিয়ে আমাদের শারীরিক ভাবে লাঞ্ছিত করতে চায় । এক পর্যায়ে পরিস্থিতি আঁচ করতে পেরে আমরা ওদের জোর করে গাড়ি থেকে নামিয়ে দেই । তাদের সাথে আমরা আত্ম – রক্ষার জন্য হাতাহাতিতে জড়িয়ে পরি । একসময় তাদের সংখ্যা প্রায় একশ ছাড়িয়ে যায় । আমাদের একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় ।
আমরা কোনমতে প্রাণ নিয়ে আবার বাস এ উঠি । কিছুক্ষণ পর দেখি রাস্তায় আবার তাদের লোক । রাস্তার দুপাশ থেকে বাসে ইট ছুড়ছে এবং গাছের ঘুরি ফেলছে । ভাগ্যবশত চালকের দক্ষতায় আমরা বেঁচে যাই । বাসের ভিতরে শিক্ষকসহ পাঁচজনের শরীরের বিভিন্ন অংশ গ্লাসে কেটে যায় ।
আমরা কয়েকজন ছাত্র ছাত্রী কান্নায় ভেঙ্গে পরি । অবস্থার পরি প্রেক্ষিতে আমরা মিরসরাই থানায় আশ্রয় নেই । তারপর ওখান থেকে প্রায় একঘণ্টা পর পুলিশ পাহারায় আমরা চট্টগ্রাম ফিরি । এ ঘটনায় আমরা হতবাক । অতিথির সাথে কিভাবে ব্যাবহার করতে হয় তা কি ওদের জানা নেই ? মানুষ কিভাবে এত নির্লজ্জ হয় ।
এরা কেমন মানুষ ? এদের কি সামান্যতম ও মনুষ্যত্ব নেই ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।