কল্পনার জগতে ভাসতে চাই, তবে হারাতে না............ সম্প্রতি মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর কারণে সেনাসদস্যদের জীবন ঝুঁঁকির মুখে পড়ছে। তারা এক সতর্কবার্তায় জানিয়েছে, জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) আছে এমন যন্ত্র থেকে ইন্টারনেটে ছাড়া ছবিতে জিওট্যাগ নামের একটি সুবিধা যোগ করা হয়। ফলে ছবিটি কোথায় তোলা হয়েছে, তা মানচিত্রে দেখা যায়। তা ছাড়া, বিশেষ করে ফেসবুকের টাইমলাইনের কথাও উল্লেখ করেছে সেনা কর্তৃপক্ষ। এখানে জিওট্যাগ করা ছবিগুলো থেকে একটি মানচিত্র তৈরি করা হয়। আর এ মানচিত্র থেকে সহজেই বোঝা যায়, একজন ফেসবুক ব্যবহারকারী কবে, কোথায় ছিলেন। মার্কিন সেনাবাহিনীর মতে, এসব তথ্য কেবল সেনাসদস্যই নয়, বরং তাঁদের পরিবারের সদস্যদেরও ঝুঁকির মধ্যে ফেলছে। ২০০৭ সালে জিওট্যাগ করা ছবি ইন্টারনেটে প্রকাশের পর ইরাকে চারটি ইউএস আর্মি হেলিকপ্টার ধ্বংস হয়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছেন, সাধারণত স্মার্টফোন ব্যবহার করে ফেসবুকের মতো সাইটগুলোতে ছবি প্রকাশ করলে বা ফোরস্কয়ারের মতো সাইটগুলোতে চেক-ইন করে সেনাসদস্যরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন। —বিবিসি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।