আমি অনেক সহজ সরল বোকা একজন মানুষ। দুনিয়ার সাথে তাল মিলায়ে চলতে একটু কষ্ট হয় বৈকি। ভোজন মানে হচ্ছে ভুরিভোজ । পেট শান্তি তো দুনিয়া শান্তি । যারা খাওয়নের আগে থাকবার চান তাগোর জন্য বিশাল পোষ্ট ।
পোষ্ট টারে দুইভাগে কাইট্টা ফালামু। একভাগ দিমু বিল গেটস রে আরেক ভাগ দিমু উবুন্টু মামারে । যারা বিল গেটস রে পছন্দ করেন হেরা ১ম পর্ব আর যারা উবুন্টু রে পছন্দ করেন তারা ২য় পর্ব দেখবেন ।
১ম পর্বঃ
টাকা পয়সা আসলে তেজপাতা । ইনারা হচ্ছেন অতিব ধনী বা খাওয়া-দাওয়ার কোয়ালিটি নিয়ে অইত্যন্ত চিন্তিত ।
তো ইনাদের জন্য যেইসব জায়গা প্রয়োজন তার একটা লিস্ট বানায়া দিলাম-
সব ধরণের বুফেঃ বুফের খাবার মানেই তো হরেক রকমের আইটেম ।
BaTON ROUGE
এটা অনেক পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের একটা বুফে । দাম ও খাবারের মান অনেকটা সামঞ্জস্য রেখেই বুফের আইটেম তৈরি করা হয়েছে । ১১০ টি আইটেম রয়েছে । দুপুরে এবং রাতে নরমাল লাঞ্চ টাইম ও ডিনার টাইমের একটু আগে গিয়ে আরাম করে খেতে পারবেন ।
ঠিকানাঃ প্লট-১৫, ব্লক- CEN, রোড-১০৩, গুলসান-২,পিঙ্ক সিটি এর ৭ তলায় ।
দামঃ দুপুরে-৬০০,রাতে -৮০০ টাকা
FLAMBE RESTURANT
এখানে বিফ স্টেক টা অনেক ভালো । ডেজার্ট আইটেম টাও অনেক মজাদার । কেউ কম খেলেও এখানে গেলে তাকে বেশি খেতেই হবে । সব মিলিয়ে ঢাকার সেরা বলা যায় ।
ঠিকানাঃহাউজ নং # ৬ (রোড নং # ৫০),গুলশান, ঢাকা-১২১২
দামঃ দুপুরে-৮০০,রাতে-৯০০
SPITFIRE
স্টেকপ্রেমীরা ট্রাই করে দেখতে পারেন । আপনাদের জন্যই এইটা বানানো হয়েছে ।
ঠিকানাঃ NWF-৮, গুলশান নর্থ এভিনিউ, গুলশান-২,ঢাকা-১২১২
দামঃ১২০০
EFES
এখানে খাওয়া দাওয়ার দাম অনেক কম তবে মান মোটামুটী ভালো । মানে কম দামে ভালো খাবার পাওয়া যায় ।
ঠিকানাঃ গুলশান-১ ,দক্ষিণ এভিনিউ,মহাখালী-গুলশান যাওয়ার পথে হাতের বামে ।
দামঃ দুপুরে-৫০০,রাতে-৬০০
TOPKAPI RESTURANT
অন্যান্য রেস্টুরেন্টগুলো থেকে দামটা অনেক কম। ট্রাই করে দেখতে পারেন ।
ঠিকানাঃ ১৩৪-গুলশান এভিনিউ,গুলশান-২ ।
দামঃদুপুরে-৪০০,রাতে-৫৫০
ATRIUM RESTURANT
ছবি তোলা আমার বহুত পছন্দের। যাদের ছবি তোলা বহুত পছন্দ তারা এই জায়গায় যেতে পারেন ।
গেলে খাওয়ার কথা ভুলে যাবেন বেমালুম । ইন্টেরিওর অনেক সুন্দর । ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট ।
ঠিকানাঃ ৫০,৫২ প্রগতি স্বরণী,ব্লক-জে,বারিধারা,ঢাকা-১২১২
ফোনঃ৮৮১০৬৯২
দামঃ১০০০ এর মত
BITHIKA RESTURANT
ইন্টারকন্টিনেন্টাল রেস্টুরেন্টে খেতে চাইলে বা খেতে খেতে মিটিং করতে চাইলে এখানে যেতে পারেন । খাওয়ার দামটা একটু বেশি বৈকি ।
ঠিকানাঃ রূপসী বাংলা হোটেল,ঢাকা-১০০০
ফোনঃ৮৩৩০০০১
দামঃ ২৫০০ এর মত
SAMARKAND RESTURANT
যদি দাম নিয়ে কোন চিন্তা না থাকে শুধু খাবারের উপর মনোনিবেশ করেন,তাহলে এই রেস্টুরেন্ট অনেক ভালো ।
ঠিকানাঃ রোড নং-১২৬,হাউজ#২,গুলশান-১।
ফোনঃ৮৮১৬৮৪৫
দামঃ১২০০-১৫০০ এর মত ।
এতক্ষন উইন্ডোজ নিয়ে আলাপ করছি। এইবার উবুন্টু ব্যবহারকারীরা আউগায়া বহেন ।
#মোস্তাকিম,মুরসালিন তথা বিহারী ক্যাম্প এরগরু,খাশি আর মুরগীর চাপ
#পুরান ঢাকার হাজীর বিরিয়ানী
#পল্টনে,মিরপুরের নান্না বিরিয়ানী
#লালমাটিয়ার স্বাদ এর তেহারী
#মতিঝিলের ঘরোয়ার খিচুড়ী
#নবাবপুর,ধানমন্ডি-২ এর হোটেল ওয়ান স্টার আর স্টারের খাশির লেকুশ
#হাতিরপুলের শর্মা হাউজের শর্মা আর ঢাকাইয়া পিজ্জা
#বংশালের শমসের আলীর ভুনা খিচুড়ি
#কাঁটাবনের অষ্টব্যাঞ্জনের গ্রীল,শর্মা
#ধানমন্ডি-২৭ এ ফু-ওয়াং এর শর্মা
#ধানসিড়ি এর ফিরনি
#গুলশান-১ আর সাইন্সল্যাবের এবং ফার্মগেটের ফখরুদ্দিনের বিরিয়ানী
#ধানমন্ডির লায়লাতি'র খাশির ভূনা খিচুড়ি,কাবাব
#মাওয়া ঘাটের হোটেলগুলোর ভাজা ইলিশ
#পাঁচ ভাই হোটেল এর মোটামুটি সব খাবার-সিলেট
#ধানসিড়ি,পৌষি আর উম্মে কুলসুম এর সাদা ভাত,ভর্তা,রূপচাঁদা-কক্সবাজার
#কড়াই গোশত এর কড়াই গোশত -ধানমন্ডি
ইয়া আল্লাহ! এইডা কি করলাম ? হাত ব্যাথা হয়ে গেছে টাইপ করতে করতে ।
উইন্ডোজ খাবার গুলা বেশির ভাগ নেট থেকে কালেক্ট করা । ওয়েব এড্রেসঃ খাদক.কম
আর যেইসব পোষ্ট পড়ে এই লিখাটা লিখেছি --
চয়ন ভাইয়ের পোষ্ট
নাফিজ ভাইয়ের পোষ্ট
এইই দুইজনকে অনেক ধন্যবাদ ।
উইন্ডোজ পর্বের জন্য একটা সুন্দর লিখা পোষ্ট করেছিলেন-শিশির সিন্ধু ।
সবশেষে নিজের প্রশংসা করি ।
আমার মা'র হাতের খিচুড়ি খাইলে বাকি সব ফেল । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।