আমাদের কথা খুঁজে নিন

   

খাইক্লোপিডিয়া (সব ধরণের বুফে এবং বাঙালি খাবারের তালিকা,লোকেশন সহ)

আমি অনেক সহজ সরল বোকা একজন মানুষ। দুনিয়ার সাথে তাল মিলায়ে চলতে একটু কষ্ট হয় বৈকি। ভোজন মানে হচ্ছে ভুরিভোজ । পেট শান্তি তো দুনিয়া শান্তি । যারা খাওয়নের আগে থাকবার চান তাগোর জন্য বিশাল পোষ্ট ।

পোষ্ট টারে দুইভাগে কাইট্টা ফালামু। একভাগ দিমু বিল গেটস রে আরেক ভাগ দিমু উবুন্টু মামারে । যারা বিল গেটস রে পছন্দ করেন হেরা ১ম পর্ব আর যারা উবুন্টু রে পছন্দ করেন তারা ২য় পর্ব দেখবেন । ১ম পর্বঃ টাকা পয়সা আসলে তেজপাতা । ইনারা হচ্ছেন অতিব ধনী বা খাওয়া-দাওয়ার কোয়ালিটি নিয়ে অইত্যন্ত চিন্তিত ।

তো ইনাদের জন্য যেইসব জায়গা প্রয়োজন তার একটা লিস্ট বানায়া দিলাম- সব ধরণের বুফেঃ বুফের খাবার মানেই তো হরেক রকমের আইটেম । BaTON ROUGE এটা অনেক পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের একটা বুফে । দাম ও খাবারের মান অনেকটা সামঞ্জস্য রেখেই বুফের আইটেম তৈরি করা হয়েছে । ১১০ টি আইটেম রয়েছে । দুপুরে এবং রাতে নরমাল লাঞ্চ টাইম ও ডিনার টাইমের একটু আগে গিয়ে আরাম করে খেতে পারবেন ।

ঠিকানাঃ প্লট-১৫, ব্লক- CEN, রোড-১০৩, গুলসান-২,পিঙ্ক সিটি এর ৭ তলায় । দামঃ দুপুরে-৬০০,রাতে -৮০০ টাকা FLAMBE RESTURANT এখানে বিফ স্টেক টা অনেক ভালো । ডেজার্ট আইটেম টাও অনেক মজাদার । কেউ কম খেলেও এখানে গেলে তাকে বেশি খেতেই হবে । সব মিলিয়ে ঢাকার সেরা বলা যায় ।

ঠিকানাঃহাউজ নং # ৬ (রোড নং # ৫০),গুলশান, ঢাকা-১২১২ দামঃ দুপুরে-৮০০,রাতে-৯০০ SPITFIRE স্টেকপ্রেমীরা ট্রাই করে দেখতে পারেন । আপনাদের জন্যই এইটা বানানো হয়েছে । ঠিকানাঃ NWF-৮, গুলশান নর্থ এভিনিউ, গুলশান-২,ঢাকা-১২১২ দামঃ১২০০ EFES এখানে খাওয়া দাওয়ার দাম অনেক কম তবে মান মোটামুটী ভালো । মানে কম দামে ভালো খাবার পাওয়া যায় । ঠিকানাঃ গুলশান-১ ,দক্ষিণ এভিনিউ,মহাখালী-গুলশান যাওয়ার পথে হাতের বামে ।

দামঃ দুপুরে-৫০০,রাতে-৬০০ TOPKAPI RESTURANT অন্যান্য রেস্টুরেন্টগুলো থেকে দামটা অনেক কম। ট্রাই করে দেখতে পারেন । ঠিকানাঃ ১৩৪-গুলশান এভিনিউ,গুলশান-২ । দামঃদুপুরে-৪০০,রাতে-৫৫০ ATRIUM RESTURANT ছবি তোলা আমার বহুত পছন্দের। যাদের ছবি তোলা বহুত পছন্দ তারা এই জায়গায় যেতে পারেন ।

গেলে খাওয়ার কথা ভুলে যাবেন বেমালুম । ইন্টেরিওর অনেক সুন্দর । ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট । ঠিকানাঃ ৫০,৫২ প্রগতি স্বরণী,ব্লক-জে,বারিধারা,ঢাকা-১২১২ ফোনঃ৮৮১০৬৯২ দামঃ১০০০ এর মত BITHIKA RESTURANT ইন্টারকন্টিনেন্টাল রেস্টুরেন্টে খেতে চাইলে বা খেতে খেতে মিটিং করতে চাইলে এখানে যেতে পারেন । খাওয়ার দামটা একটু বেশি বৈকি ।

ঠিকানাঃ রূপসী বাংলা হোটেল,ঢাকা-১০০০ ফোনঃ৮৩৩০০০১ দামঃ ২৫০০ এর মত SAMARKAND RESTURANT যদি দাম নিয়ে কোন চিন্তা না থাকে শুধু খাবারের উপর মনোনিবেশ করেন,তাহলে এই রেস্টুরেন্ট অনেক ভালো । ঠিকানাঃ রোড নং-১২৬,হাউজ#২,গুলশান-১। ফোনঃ৮৮১৬৮৪৫ দামঃ১২০০-১৫০০ এর মত । এতক্ষন উইন্ডোজ নিয়ে আলাপ করছি। এইবার উবুন্টু ব্যবহারকারীরা আউগায়া বহেন ।

#মোস্তাকিম,মুরসালিন তথা বিহারী ক্যাম্প এরগরু,খাশি আর মুরগীর চাপ #পুরান ঢাকার হাজীর বিরিয়ানী #পল্টনে,মিরপুরের নান্না বিরিয়ানী #লালমাটিয়ার স্বাদ এর তেহারী #মতিঝিলের ঘরোয়ার খিচুড়ী #নবাবপুর,ধানমন্ডি-২ এর হোটেল ওয়ান স্টার আর স্টারের খাশির লেকুশ #হাতিরপুলের শর্মা হাউজের শর্মা আর ঢাকাইয়া পিজ্জা #বংশালের শমসের আলীর ভুনা খিচুড়ি #কাঁটাবনের অষ্টব্যাঞ্জনের গ্রীল,শর্মা #ধানমন্ডি-২৭ এ ফু-ওয়াং এর শর্মা #ধানসিড়ি এর ফিরনি #গুলশান-১ আর সাইন্সল্যাবের এবং ফার্মগেটের ফখরুদ্দিনের বিরিয়ানী #ধানমন্ডির লায়লাতি'র খাশির ভূনা খিচুড়ি,কাবাব #মাওয়া ঘাটের হোটেলগুলোর ভাজা ইলিশ #পাঁচ ভাই হোটেল এর মোটামুটি সব খাবার-সিলেট #ধানসিড়ি,পৌষি আর উম্মে কুলসুম এর সাদা ভাত,ভর্তা,রূপচাঁদা-কক্সবাজার #কড়াই গোশত এর কড়াই গোশত -ধানমন্ডি ইয়া আল্লাহ! এইডা কি করলাম ? হাত ব্যাথা হয়ে গেছে টাইপ করতে করতে । উইন্ডোজ খাবার গুলা বেশির ভাগ নেট থেকে কালেক্ট করা । ওয়েব এড্রেসঃ খাদক.কম আর যেইসব পোষ্ট পড়ে এই লিখাটা লিখেছি -- চয়ন ভাইয়ের পোষ্ট নাফিজ ভাইয়ের পোষ্ট এইই দুইজনকে অনেক ধন্যবাদ । উইন্ডোজ পর্বের জন্য একটা সুন্দর লিখা পোষ্ট করেছিলেন-শিশির সিন্ধু । সবশেষে নিজের প্রশংসা করি ।

আমার মা'র হাতের খিচুড়ি খাইলে বাকি সব ফেল । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।