আমাদের কথা খুঁজে নিন

   

‘ ঢাকা চলো কর্মসূচিতে’ জাবি শিক্ষকদের পুলিশি বাধা

সত্য প্রকাশে সংকোচহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরামের সদস্যরা ‘চলো চলো ঢাকা চলো কর্মসূচিতে অংশ নিতে পারেনি পুলিশি বাধার কারণে। ‘চলো চলো ঢাকা চলো ’ কর্মসূচীতে অংশ নিতে আজ সকাল আটটা থেকেই শিক্ষক ক্লাবের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জড়ো হতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগে আগে থেকেই গাড়ি রিকুইজেশন দেয়া থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন গাড়ি বরাদ্দ করেনি। গাড়ি না পেয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা শিক্ষক ক্লাব থেকে মিছিল নিয়ে মহাসমাবেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন পায়ে হেটে। মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় গেলে পুলিশ বাধা দেয়।

পরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন, অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, অধ্যাপক শামসুল আলম, মাফরুহী সাত্তার প্রমুখ। বক্তারা সরকারের স্বৈরাচারী আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ৭মার্চ বিশ্ববিদ্যালয়ের ১০ টি গাড়ি ব্যাবহার করা হলেও আমাদেরকে কোন গাড়ি দেয়া হয়নি। সমাবেশ শেষে তারা রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনও ন্যাক্কারজনকভাবে গাড়ি বরাদ্দ না করে স্বৈরাচারী মনোভাবের বহিপ্রকাশ ঘটিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, গাড়ী রিকুইজিশনের ব্যাপারটি আমার জানা নেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।